শিরোনাম :
শেষ হলো ভাওয়াল আন্তঃমিশন ৭ম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
২৪ আগস্ট সন্ধ্যায় পুরস্কার বিতরনীর মাধ্যমে শেষ হলো ভাওয়াল আন্তঃমিশন ৭ম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
দড়িপাড়া জাগ্রত যুব সংঘের সভাপতি সানি জেভিয়ার রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ভাইস চেয়ারম্যান অনিল লিও কস্তা, সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পি মন্ডল, তুমিলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু বকর বাক্কু, দড়িপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও, ভাদুন খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান সুজয় পিউরিফিকেশন, তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ডিরেক্টর শঙ্কর ডরেজ, দড়িপাড়া পালকীয় পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপন এস. রোজারিওসহ আরো অনেকে।
প্রধান অতিথি আগস্টিন পিউরীফিকেশন বলেন, ‘বাংলাদেশের কোথাও কোথাও এখন আর সংস্কৃতির চর্চা নেই। তাই এই চর্চা চালিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে আমাদের দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে হবে ও ধারণা দিতে হবে।”
বিশেষ অতিথি পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘বর্তমান সময়ের যে অবক্ষয়, তা নিরসনে এই ধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দেশে আমরা সংখ্যায় খুবই ক্ষুদ্র। তবে যেখানে ক্ষুদ্রের সমাগম, সেখানেই তারা তাদের অধ্যাবসায় দ্বারা এগিয়ে যায়। তাই তোমরা চর্চা করে যাও। দেখবে একদিন মেধা ও অধ্যাবসায় দ্বারা তোমারা স্ব স্ব স্থানে যেতে পারবে।”
এদিন সভাপতি উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কারসহ সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, গত ২১ আগষ্ট (মঙ্গলবার) থেকে ২৪ আগস্ট (শুক্রবার) পর্যন্ত গাজীপুর জেলার দড়িপাড়ায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা। এতে ৩০ টি ক্যাটাগরিতে ভাওয়ালের আওতাধীন খ্রীষ্টান ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
আরবি.জেকে. ২৬ আগস্ট ২০১৮