ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাঙ্গামাটিয়ায় ১২তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ‘প্রতিভার বিকাশ’-এর সমাপনী

রাঙ্গামাটিয়ায় ১২তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ‘প্রতিভার বিকাশ’-এর সমাপনী

0
672

২৪ আগস্ট বিকেলে রাঙ্গামাটিয়া চার্চ কমিউনিটি সেন্টারে ১২তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ‘প্রতিভার বিকাশ’-এর সমাপনী অনুষ্ঠান হয়।

রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতির সভাপতি প্রিন্স বি রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ভাইস চেয়ারম্যান অনিল লিও কস্তা, সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পি মন্ডল, ভাদুন খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান সুজয় পিউরিফিকেশন, তুমিলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার দিলীপ কস্তা, তুমিলিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার জনাব মো. আলী হয়দার, বক্তারপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার জনাব আ: গাফফার মোল্লা, রাঙ্গামটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতির সাধারণ স¤পাদক জুয়েল এল. কস্তাসহ আরো অনেকে।

প্রধান অতিথি আগস্টিন পিউরীফিকেশন বলেন, ‘একজন যুবক যখন ভালো হয় তখন সে আরো ৫ জনকে ভালো করতে পারে, সেই ৫ জন আরো ৫০ জনকে ভালো করতে পারে। এই ভাবে বদলে যাবে আমাদের যুব সমাজ তথা এই দেশ।’

সভাপতি প্রিন্স বি. রোজারিও বলেন, ‘আজকের এই দিনটি শুধু ধন্যবাদ দেওয়ার দিন। আমাদের বিভিন্ন দিক থেকে যারা সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ।’

এর পর সভাপতি প্রিন্স উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এ দিন অতিথিরা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।

এ ছাড়াও দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ-এর সৌজন্যে কৃতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

উল্লেখ্য, ৪ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিশু থেকে কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

আরবি.জেকে. ২৬ আগস্ট ২০১৮