শিরোনাম :
পোপ ফ্রান্সিস নিপীড়নের শিকার ভুক্তভোগীদের সঙ্গে দেখা করবেন!
রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস যাজকদের হাতে নিপীড়নের শিকার ভুক্তভোগী লোকজনের সঙ্গে দেখা করবেন।আয়ারল্যান্ড সফর শেষে তিনি তাদের সঙ্গে দেখা করবেন।
ভ্যাটিকান সিটি সময় ও স্থানের বিষয়টি উল্লেখ না করে জানিয়েছে, ভুক্তভোগীদের সঙ্গে দেখা করার বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনো ঘোষণা দেওয়া হবে না।
শনিবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ভ্যাটিকান সিটি সময় ও স্থানের বিষয়টি উল্লেখ না করে জানিয়েছে, ভুক্তভোগীদের সঙ্গে দেখা করার বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনো ঘোষণা দেওয়া হবে না।
পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই আয়ারল্যান্ডে পোপ ফ্রান্সিসের প্রথম সফর। এর আগে ১৯৭৯ সালে পোপ হিসেবে দ্বিতীয় জন পল আয়ারল্যান্ড সফর করেছিলেন।
বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ প্রতি তিন বছর পরপর আনুষ্ঠানিকভাবে সমবেত হন। এটাই ক্যাথলিকদের সবচেয়ে বড় আয়োজন। এবার এ সভা অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ডাবলিনের ক্রোক পার্ক স্টেডিয়ামে ক্যাথলিক পরিবারগুলোর কনসার্ট উৎসবে যোগ দেবেন পোপ। রোববার ফিনিক্স পার্কে পাঁচ লাখ ক্যাথলিকের অংশগ্রহণের মধ্য দিয়ে এই সভা শেষ হবে। এই সমাবেশে অংশ নেওয়ার জন্য দুদিনের সফরে আয়ারল্যান্ডে অবস্থান করবেন পোপ ফ্রান্সিস।
এই সপ্তাহে বিশ্বের ১০০ কোটি ২০ লাখ ক্যাথলিকের উদ্দেশে লেখা এক চিঠিতে পোপ ফ্রান্সিস গির্জার যাজকদের হাতে শিশু নিপীড়নের নৃশংসতা ও সেসব ধামাচাপা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন।
১৪ আগস্ট যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরির প্রতিবেদনে যাজকের হাতে শিশু নিপীড়নের ভয়াবহ তথ্য উঠে আসে। প্রতিবেদনে জানানো হয়, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের তিন শতাধিক যাজক সাত দশক ধরে এক হাজারের বেশি শিশুকে নির্যাতন করেছেন। দিনের পর দিন এসব ঘটনা ধামাচাপা দিয়েছে ক্যাথলিক চার্চ।
পেনসিলভানিয়ার প্রতিবেদন প্রকাশের ৪৮ ঘণ্টা পর ভ্যাটিকান দুঃখ প্রকাশ করে এক বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীদের জানা দরকার, পোপ তাঁদের পক্ষে রয়েছেন। যারা ঘটনার শিকার হয়েছে, তারা পোপের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরবি.আরপি. ২৬ আগস্ট ২০১৮