ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঈদের ছুটিতে মৌলভীবাজারের পযর্টন কেন্দ্রে মানুষের ঢল

ঈদের ছুটিতে মৌলভীবাজারের পযর্টন কেন্দ্রে মানুষের ঢল

0
513

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা কয়েকদিন ছুটি কাটাতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পযর্টকদের ঢলে পযর্টন কেন্দ্রগুলোতে প্রচন্ড ভির ছিল।

প্রাকৃতিক সৌন্দর্য্যের প্রকৃতির টানে মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগান, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, ইসলামপুর ইউনিয়নের হামহাম জলপ্রপাত, প্রাকৃতিক সৌন্দর্য্যর মাধবকুন্দ ঝর্ণা, মাধবপুর লেক, শ্রীমঙ্গল বধ্যভূমি ৭১, বাংলাদেশ চা গবেষনা কেন্দ্র, বন্য প্রাণীসেবা ফাউন্ডেশন, নীলকন্ঠ চা কেবিনগুলোতে অনেক পরিবারসহ নানা পযর্টকদের ভিড়ে মুখরিত হয়ে উঠে।

ঈদের ১ম দিন এসব জায়গাই কম ভিড় থাকলেও ঈদের ২য় দিন থেকে‌ এখন পর্যন্ত উপচে পড়া ভিড় লেগেই আছে।

এদিকে শ্রীমঙ্গলের রাধানগর নিসর্গ  রির্সোটের ম্যানেজার সোহেল সাংমা জানান প্রতিবছর ঈদ এলেই হোটেল-রির্সোট গুলোতে পযর্টকরা অগ্রীম কক্ষ বুকিং করে নেয়।

এবছর ঈদের আগের দিন থেকেই বেশি ভাগ হোটেল-রির্সোট অগ্রীম কক্ষ ভাড়া হওয়াই মালিকসহ পযর্টন-সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বস্তিতে আছেন।

আরবি.এসপি. ২৬ আগস্ট ২০১৮