শিরোনাম :
সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
২৬ আগস্ট, বিকাল ৪ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলাতায়নে বাংলাদেশ আওয়ামী তরুণলীগ সাতক্ষীরা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় সাতক্ষীরা আওয়ামী তরুণলীগের নেতাকর্মীরা জেলার বিভিন্ন গ্রাম, ইউনিয়ন, উপজেলা হতে দলে দলে ছুটে আসে সতক্ষীরা শিল্পকলা একাডেমিতে। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা আসন গ্রহণ করেন। পরে পবিত্র কোরান, বাইবেল ও গীতা পাঠ করা হয়। এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তির জন্য এক মিনিট নিরাবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ (সভাপতি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ), বিশেষ অতিথি হিসাবে ছিলেন আলহাজ¦ মো. নজরুল ইসলাম (সাধারন সম্পাদক সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যন জেলা পরিষদ), সভাপতি হিসাবে ছিলেন শাহিনুর ইসলাম শাহিন (সভাপতি সাতক্ষীরা জেলা আওয়ামী তরুণলীগ)।
এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি সহ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তরুন নেতা কর্মীরা। পরে দোয়া মাহফিল এর মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়॥
আরবি.এসএইচ. ২৬ আগস্ট ২০১৮