শিরোনাম :
১৭ টাকা বৃদ্ধি পেলো চা শ্রমিকের মজুরি
দৈনিক ১০২ টাকা মজুরি বৃদ্ধি নির্ধারণ হওয়ার কথা আজ থেকে। যা দীর্ঘ দিনের ন্যায্য মজুরি বৃদ্ধিসহ উৎসব ভাতা প্রদানের লক্ষে চা শ্রমিকদের বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও মালিক পক্ষের সংগঠন বি টি এর মধ্যে ২১ আগস্ট এই চুক্তি চুরান্ত হয়। বিগত গত বছর এই বিষয়টি নিয়ে বাগান মালিক পক্ষ চা শ্রমিক ইউনিয়ন ও সরকারি মজুরি কমিশনের নেতৃবৃন্দের মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ঢাকায়।
মালিক পক্ষ বিষয়টি দীর্ঘদিন ধরে বাস্তবায়নে ধীরগতির পথ অবলম্বন করার কারনে চুড়ান্ত বাস্তবায়ণ হয়নি।
আজ ২৭ আগস্ট (সোমবার) থেকে বিভিন্ন উৎসব বোনাস ৪৫৯০ টাকা এবং চুক্তি অনুযায়ী বকেয়া (এরিয়া) ২০ মাসসহ ১০২ টাকা মজুরি কার্যকর হওয়ার কথা। এছাড়াও সর্দাদের ৫১০০ টাকা ও লেদ অপারেটর ড্রেসার এবং ইলেকট্টিশিয়ানদের প্রারম্ভিক মাসিক বেতন ৫২০০ নতুন করে নির্ধারণ করা হয়েছে।
সরেজমিনে বিভিন্ন চা বাগান ঘুরে চা শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, অনেক চা শ্রমিরা মজুরি কবে থেকে কার্যকর হবে এই বিষয় জানা নেই আবার অনেকে জানে। তবে সঠিক তথ্য বিষয়টি জানতে পারবে যখন সাপ্তাহিক পেমেন্ট বুধবার দিন পাবে। এদিকে মজুরি বৃদ্ধি পাওয়াই অনেক চা শ্রমিকের মুখে হাসি ফুটে উঠেছে।
মজুরি বৃদ্ধি বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি পংকজ কন্দ বলেন, আজ থেকেই চা শ্রমিকের ১০২ টাকা মজুরি দেওয়া হবে।
আরবি.এসপি. ২৭ আগস্ট ২০১৮