ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড সাধারণ ঋণের সিলিং বর্ধিতকরণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

সাধারণ ঋণের সিলিং বর্ধিতকরণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

0
775

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর সম্মানিত সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ৩১ জুলাই, ২০১৮ খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত সমিতির পরিচালকমন্ডলীর ১৯তম বোর্ড সভায় সমিতির সাধারণ ঋণের সিলিং বর্ধিতকরণ সংক্রান্ত নি¤œলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত ও অনুমোদিত হয় যা ০১ সেপ্টেম্বর, ২০১৮ খ্রীষ্টাব্দ থেকে কার্যকর করা হবে।

১. ১ম ঋণ: ৪ মাস পূর্বের শেয়ারের ১০ গুণ হিসেবে সর্বোচ্চ ৭৫,০০০.০০ টাকা।
২. ২য় ঋণ: ৩ মাস পূর্বের শেয়ারের ১০ গুণ হিসেবে সর্বোচ্চ ১,৫০,০০০.০০ টাকা।
৩. ৩য় ঋণ: ৩ মাস পূর্বের শেয়ারের ১০ গুণ হিসেবে সর্বোচ্চ ৩,০০,০০০.০০ টাকা।
৪. ৪র্থ ঋণ: ৩ মাস পূর্বের শেয়ারের ১০ গুণ হিসেবে সর্বোচ্চ ৬,০০,০০০.০০ টাকা।
৫. ৫ম ঋণ: ৬০ দিন (২ মাস) পূর্বের শেয়ারের ১০ গুণ হিসেবে সর্বোচ্চ ৯,০০,০০০.০০ টাকা।
৬. ৬ষ্ঠ ঋণ: ৬০ দিন (২ মাস) পূর্বের শেয়ারের ১০ গুণ হিসেবে সর্বোচ্চ ১২,০০,০০০.০০ টাকা।
৭. ৭ম ঋণ: ৬০ দিন (২ মাস) পূর্বের শেয়ারের ১০ গুণ হিসেবে সর্বোচ্চ ১৫,০০,০০০.০০ টাকা।
৮. ৮ম ঋণ: ৬০ দিন (২ মাস) পূর্বের শেয়ারের ১০ গুণ হিসেবে সর্বোচ্চ ১৮,০০,০০০.০০ টাকা।
৯. ৯ম ঋণ: ৬০ দিন (২ মাস) পূর্বের শেয়ারের ১০ গুণ হিসেবে সর্বোচ্চ ২৫,০০,০০০.০০ টাকা।
১০. ১০ম ঋণ: ৬০ দিন (২ মাস) পূর্বের শেয়ারের ১০ গুণ হিসেবে সর্বোচ্চ ৩০,০০,০০০.০০ টাকা।

উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

সমবায়ী শুভেচ্ছান্তে,

পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।