ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পাবনায় সাংবাদিক সুবর্ণা নদী খুন

পাবনায় সাংবাদিক সুবর্ণা নদী খুন

0
888

পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা নদীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, সুবর্ণা নদী আলিয়া মাদ্রাসা গলিতে ভাড়া বাসায় মা ও একমাত্র শিশু কন্যাকে নিয়ে বসবাস করতেন।

রাত ১০টার দিকে রাধানগর মহল্লায় আর্দশ গালস্ হাইস্কুলের সামনে ভাড়া বাসায় ফেরার পথে বাসার সামনেই কয়েকজন দুবৃত্ত তার মাথায় ও ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। তার চিৎকারে তার মা ও এলাকাবাসী তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুবর্ণা নদী জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত গ্রামের মৃত আইযুব আলীর মেয়ে। সুবর্ণা নদী দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক, বেসরকারি টিভি চ্যানেল ‘আনন্দ টিভি ‘ও দৈনিক অন্য দিগন্তের পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

পাবনা পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পাবনার ইন্দ্রজাল ইউনানি কোম্পানি ও শিমলা ডায়াগনস্টিকের মালিক আবুল হোসেন কে আটক করেছে পুলিশ ।