ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মঠবাড়ী ধর্মপল্লীর প্রতিপালক সাধু আগস্টিনের পর্ব পালন

মঠবাড়ী ধর্মপল্লীর প্রতিপালক সাধু আগস্টিনের পর্ব পালন

0
319

মহাসমারোহে পালন করা হল মঠবাড়ী ধর্মপল্লীর প্রতিপালক সাধু আগস্টিনের পর্ব।

৩১ আগস্ট (শুক্রবার) গাজীপুর জেলার কালীগঞ্জের মঠবাড়ী ধর্মপল্লীর পর্ব দিবস পালন করা হয়।

পর্বে ২টি খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। ১ম খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয় সকাল ৬টায় এবং দ্বিতীয়টি উৎসর্গ করা হয় সকাল সাড়ে ৯টায়।

খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন ফাদার আদম পেরেরা সিএসসি। আরো উপস্থিত ছিলেন ফাদার নয়ন গোছাল, ফাদার কাজল, ফাদার সৃজন এসজে, ফাদার পরিমল পেরেরা, ফাদার চঞ্চল, ফাদার আলফ্রেড গমেজ এবং মঠবাড়ী ধর্মপল্লীর পাল-পুরোহিত উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি।

বাণী সহভাগীতায় ফাদার আদম পেরেরা সাধু আগস্টিনের জীবনের নানাদিক তুলে ধরেন। জীবনের শুরুর দিকে তার বিভিন্ন খারাপ কাজ এবং পরবর্তীতে তাঁর মা সাধ্বী মনিকার প্রার্থনা এবং ত্যাগস্বীকারের ফলে তার জীবনের যে পরিবর্তন আসে তা তিনি খুব সুন্দর ভাবে আলোকপাত করেন। মন পরিবর্তনের পর তিনি মন্ডলীতে যে বিশেষ অবদান রাখেন তা নিয়েও আলোচনা করেন।

এরপর ছোট ছেলে মেয়েরা পাপ স্বীকার এবং প্রথম কম্যুনিয়ন সাক্রামেন্ত গ্রহণ করে।

উল্লেখ্য, পর্বের পূর্বে ৯ দিন নভেনার মধ্য দিয়ে সাধু আগস্টিনের বিভিন্ন গুণাবলি নিয়ে ধ্যান এবং খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়।

খ্রিস্টযাগে উপস্থিত রিকি কস্তা বলেন, “প্রতি বছরের মতো এবারো শত ব্যস্ততার মাঝেও আসতে পেরে খুব আনন্দিত। সাধু আগস্টিনের এই পর্বের মধ্য দিয়ে আমাদের আধ্যাত্মিকতা গভীর থেকে আরো গভীরতর হয়।”