শিরোনাম :
শ্রীমঙ্গল প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে কলেজ রোডস্থ প্রেসক্লাবের সম্মুখে সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে সন্তাসীদের দ্বারা নৃসংশ হত্যার ও দোষীদের শাস্তির দাবীতে প্রতিবাদ মানববন্ধন সমাবেশ হয়েছে।
সুবর্ণা আক্তার নদী পাবনা জেলার দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক। এছাড়াও বেসরকারী টিভি চ্যানেল ‘আনন্দ টিভি ‘র জেলা প্রতিনিধি এবং দৈনিক অন্য দিগন্তের সাংবাদিকের কাজ করতেন।
মানববন্ধনে বক্তাদের জোর দাবি ছিল, এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনার দাবী জানান। এছাড়াও শোক জানিয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্তিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্ব জ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক এম ইদ্রীস আলীসহ প্রেসক্লাবের সকল সদস্য ও শ্রীমঙ্গল প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার কর্মরত সকল সাংবাদিকগন অংশগ্রহণ করেন।