ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ হলিক্রস কলেজে ১৬তম আন্তঃকলেজ বিজ্ঞান উৎসব-২০১৮

হলিক্রস কলেজে ১৬তম আন্তঃকলেজ বিজ্ঞান উৎসব-২০১৮

0
477

রাজধানীর হলিক্রস কলেজে ১৬তম আন্তঃকলেজ বিজ্ঞান উৎসব-২০১৮ এর ১ সেপ্টেম্বার (শনিবার) ছিল শেষ দিন। ৩১ আগষ্ট (শুক্রবার) থেকে দুই দিনব্যাপী এ উৎসব শুরু হয়। বিজ্ঞানবিষয়ক নানা আয়োজনে অংশ নেয় ঢাকার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ। তিনি বলেন, ‘জীবনের মূল্য বোঝা যায় জীবনের অর্জন থেকে। তাই অর্জনকে প্রাধান্য দাও। জীবন আপনা-আপনিই সুন্দর হবে।’

শুভেচ্ছা বক্তব্যে আব্দুন নূর তুষার বলেন, ‘মানুষের অবদান ছাড়া পৃথিবী প্রাণহীন। তাই পৃথিবীর বুকে সেরা মানুষ হিসেবে তোমার অবদান রেখে যাও। তোমার কারণে আরেকটু সুন্দর হয়ে উঠবে এই পৃথিবী।’

বিজ্ঞানচিন্তার সম্পাদক আবদুল কাইয়ুম বলেন- সমস্যা সমাধানে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে শিক্ষার্থীদের আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

পরে মঞ্চে ন্যানো টেকনোলজির নানা দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গ্লাস অ্যান্ড সিরামিকস বিভাগের অধ্যাপক ড. আবদুল হালিম।

হলিক্রস কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন ড. জেসমিন। তিনি স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেন, ‘এখন বিশ্বের বড় বড় দেশের বিভিন্ন গবেষণাগারে বেশ সফলভাবে কাজ করছেন আমাদের বাঙালি বিজ্ঞানীরা। তাই তোমাদেরও আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত হতে হবে।’

প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সাহায্য করতে বিশেষ ড্রোন তৈরি করেছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের দল। এই প্রকল্প বিজ্ঞান উৎসবে প্রদর্শিত হয়। এমন সব উদ্ভাবনী আয়োজন শেষে শুরু হয় বিজ্ঞান মেলার সমাপনী পর্ব। এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জেসমিন। বিশেষ অতিথি নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুন নূর তুষার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গ্লাস অ্যান্ড সিরামিকস বিভাগের অধ্যাপক আবদুল হালিম এবং বিজ্ঞানচিন্তার সম্পাদক আবদুল কাইয়ুম।

অনুষ্ঠানের শেষাংশে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

গত শুক্রবার এই বিজ্ঞান মেলা শুরু হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. জাফর ইকবাল, মাসিক পত্রিকা কিশোর আলোর সম্পাদক আনিসুল হক।