শিরোনাম :
ডিসেম্বরে বড়দিনের খুব কাছাকাছি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ না করার অনুরোধ
ডিসেম্বরে বড়দিনের কাছাকাছি সময়ে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ না করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন।
ডিসেম্বর ২০১৮-এর শেষ সপ্তাহে কিংবা জানুয়ার ২০১৯-এর প্রথম সপ্তাহে ১১তম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আভাস দেয়া হয়েছে।
বিষয়টি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। ২৫ ডিসেম্বর, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’। বড়দিনের খুব কাছাকাছি সময়ে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করলে দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালন করা সম্ভব হবে না।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারি এবং মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া এক যুক্তবিবৃতিতে ডিসেম্বরে নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণকালে এই বিষয়টি বিবেচনায় রাখার জন্য নির্বাচন কমিশনের নিকট সবিনয় অনুরোধ জানিয়েছেন।
আরবি.এইচআর. ৯ সেপ্টেম্বর ২০১৮