ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পালন করা হল সাধ্বী মাদার তেরেজার মৃত্যুবার্ষিকী

পালন করা হল সাধ্বী মাদার তেরেজার মৃত্যুবার্ষিকী

0
580

সারা বিশ্বের সাথে ভাদুন ধর্মপল্লীবাসীও গভীর শ্রদ্ধা ভরে পালন করেছে সাধ্বী মাদার তেরেজার ২১তম মৃত্যুবার্ষিকী।

৫ সেপ্টেম্বর, বিকেল ৫টায় সাধ্বী মাদার তেরেজার স্মরণে ‘ভাদুন উত্তম মেষ পালক গির্জায়’ খ্রিষ্টযাগ উৎস্বর্গ করা হয়।

খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন তেজগাঁও ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত সনি রড্রিক্স। বাণী সহভাগিতা করেন ফাদার নয়ন গোসাল। এছাড়াও উপস্থিত ছিলেন ফাদার এলিয়াস পালমা এবং ভাদুন ধর্মপল্লীর পাল-পুরোহিত কল্লোল লরেন্স রোজারিও।

বাণী সহভাগিতায় ফাদার নয়ন সাধ্বী মাদার তেরেজার জীবনী নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ‘সন্তান জন্ম না দিয়েও যে মাতৃ হৃদয় দ্বারা কিভাবে মাদার (মা) হওয়া যায় তার উজ্জ্বল উদাহরণ ছিলেন এই সাধ্বী মাদার তেরেজা। তার এই সুন্দর জীবনের আলোকে আমরাও যেন ভালোবাসায় বেড়ে উঠি এবং অন্যদের ভালোবাসতে পারি।’

৩ দিনের নভেনা প্রার্থনার মধ্য দিয়ে সাধ্বী মাদার তেরেজার মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি নেওয়া হয়।

উল্লেখ্য, সাধ্বী মাদার তেরেজা ১৯১০ সালের ২৬ আগস্ট আলজেরিয়ার মেসোডনিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মাদার অব চ্যারিটি সম্প্রদায় প্রতিষ্ঠা করে গেছেন যা এখনো বিভিন্ন দেশে অসহায় দুস্থ শিশুদের আশ্রয় ও সেবা দিয়ে যাচ্ছে।

সাধ্বী মাদার তেরেজা ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান। ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর পুণ্যপিতা পোপ ফ্রান্সিস তাঁকে সাধ্বী ঘোষণা করেন।