শিরোনাম :
নাগরী ধর্মপল্লীর প্রতিপালক টলেন্টিনুর সাধু নিকোলাসের পর্ব পালন
৭ সেপ্টেম্বর গাজীপুরের নাগরী ধর্মপল্লীতে মহাড়ম্বরে উদ্যাপন করা হল ধর্মপল্লীর প্রতিপালক টলেন্টিনুর সাধু নিকোলাসের পর্ব।
পর্ব উপলক্ষে ২টি খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। ১ম খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয় সকাল ৬টায় এবং ২য়টি উৎসর্গ করা হয় সকাল ৯টায়।
পর্বীয় খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজ।
আরো উপস্থিত ছিলেন নাগরী ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ভিনসেন্ট গমেজ, ফাদার কল্লোল রোজারিও, ফাদার আলবিন গমেজ, ফাদার খোকন ভিনসেন্ট, ফাদার কাজল রডরিক্স, ফাদার অমল ডি ক্রুশ, ফাদার সৃজন এসজে, ফাদার জেভিয়ার পিউরীফিকেশনসহ অন্যান্য ব্রতধারী-ব্রতধারীনি এবং খ্রিষ্টভক্তরা।
বাণী সহভাগিতায় ফাদার জয়ন্ত বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান, কারণ আমরা আমাদের পালকরূপে সাধু নিকোলাসকে পেয়েছি। তিনি ৩০০টিরও বেশি আশ্চর্য কাজ করেছেন। পৃথিবীর ইতিহাসে সাধু আন্তনী এবং সাধু নিকোলাসের মতো এত আশ্চর্য কাজ আর অন্যকোনো সাধু করেননি।’
ফাদার জয়ন্ত বলেন, ‘আমরা যেন সাধু নিকোলাসের আদর্শকে অনুসরণ করে জীবনে পথ চলি।’
এসময় ফাদার সাধু নিকোলাসের জীবনের বিভিন্ন দিক, আশ্চর্য কাজ ও প্রার্থনা-ত্যাগস্বীকারময় জীবন নিয়ে আলোচনা করেন। টলেন্টিনু শহরে গিয়ে সাধু নিকোলাস কীভাবে নরকময় নগরীকে স্বর্গীয়রূপ দান করেন, তার ব্যাখ্যা তুলে ধরেন ফাদার জয়ন্ত।
উল্লেখ্য, পর্বের আধ্যাত্মিক প্রস্তুতিস্বরূপ ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৯ দিন নভেনার খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়।