ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চট্টগ্রামের আর্চবিশপ মজেস কস্তার সাথে খ্রীষ্টভক্তদের মতবিনিময় সভা

চট্টগ্রামের আর্চবিশপ মজেস কস্তার সাথে খ্রীষ্টভক্তদের মতবিনিময় সভা

0
289

৬ সেপ্টেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের পাথরঘাটাস্থ যাজক ভবন হলে চট্টগ্রামের আর্চবিশপ মজেস এম. কস্তা সিএসসি’র বিশপীয় অভিষেকের ২২তম বার্ষিকী, চট্টগ্রাম ধর্মপ্রদেশের ৯১ বছর পূর্তি এবং বাংলাদেশে খ্রীষ্টমন্ডলীর পদযাত্রায় ৫০০ বৎসর উদযাপনের প্রস্ততি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ করেন আর্চবিশপ মহোদয়।

আলোচনা সভায় আর্চবিশপ কস্তা বলেন, ৫০০বছর পূর্বে চট্টগ্রামের দিয়াং-এ প্রথম খ্রিষ্টবাণী প্রচার শুরু হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের ৭ ও ৮ তারিখে এ উপলক্ষে জুবিলী উৎসব পালন করা হবে।

এ সময় তিনি সকল খ্রিষ্টভক্তকে জুবিলীর প্রস্তুতি কাজে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।

তিনি তাঁর বিশপীয় অভিষেকের ২২ বছর পূর্তিতে ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং সকলকে নিজেদের জন্য এবং তাঁর জন্য প্রার্থনার আহ্বান জানান।