ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকা ক্রেডিটের কর্মকর্তাদের মতবিনিময়

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকা ক্রেডিটের কর্মকর্তাদের মতবিনিময়

0
721

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি ঢাকা ক্রেডিট এবং খ্রিষ্টান সমাজের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

৮ সেপ্টেম্বর, শনিবার রাত নয়টায় মাননীয় মন্ত্রীর নিমন্ত্রণে নেতৃবৃন্দ তাঁর বাসভবনে দেখা করে মতবিনিমনয় করেন।

মাননীয় মন্ত্রীর সাথে কিছুদিন পূর্বে খ্রিষ্টান সমাজের কতিপয় ব্যক্তি দেখা করে ঢাকা ক্রেডিট এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিষয়ে অপ-প্রচার ও গুজব ছড়ানোর চেষ্টা করে। তাই তাদের মিথ্যে প্রচারের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা ক্রেডিটের বর্তমান পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দকে বাসভবনে আমন্ত্রণ জানান।

এ সময় মাননীয় মন্ত্রী ঢাকা ক্রেডিট এবং কর্মকর্তাদের কার্যক্রমের প্রংশসা করেন। তিনি বলেন, ‘ঢাকা ক্রেডিটের কিছু অনিয়ম এবং দুর্নিতী হচ্ছে বলে কয়েকজন আমার কাছে এসে জানায়। কিন্তু আমি তো জানি, আপনারা অত্যন্ত সুন্দরভাবে এই সমস্ত সমবায় সমিতি পরিচালনা করছেন। আপনাদের মধ্যে যাদের সম্পর্কে আমাকে খারাপ বলা হয়েছে তাদের সবাইকে আমি খুব ভালভাবে ব্যক্তিত্ব হিসেবে চিনি।’

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) প্রেসিডেন্ট নির্মল রোজারিওসহ কয়েক জনের বিরুদ্ধে কথিত ব্যক্তিরা যে অপ-প্রচারকরে এসেছে, তা উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তি প্রেসিডেন্ট গমেজ, বিসিএ প্রেসিডেন্ট রোজারিওর প্রশংসা এবং তাদের সমাজের নিবেদিত ভাল মানুষ বলে অভিহিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা ক্রেডিটের কয়েকটি অনুষ্ঠানে বিগত সময়ে উপস্থিত ছিলেন এবং ঢাকা ক্রেডিট সম্পর্কে সুস্পষ্ট ধারণা রয়েছে। এ ছাড়াও ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দ সম্পর্কেও তিনি অবগত রয়েছেন। তাই তিনি জোর দিয়ে বলেন, ‘আমি কখনোই অনুমানের উপর ভিত্তি করে কিছু বলি না। আমি যেটা সত্য বলে প্রমাণ পাই, তার উপরই নির্ভর করি। আমি আপনাদের কাছ থেকে যা শুনলাম, আমার আর বলার কিছু নেই, আমি সকল বিষয় ভাল করে বুঝতে পেরেছি।’

এ সময় তিনি ঢাকা ক্রেডিটের কর্মকর্তাদের আশ্বাস দিয়ে বলেন, ‘আমার যা করার আমি সেটুকু করব।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজসহ ঢাকা ক্রেডিটের কর্মকর্তা এবং অন্যান্য নেতৃবৃন্দ।