ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজশাহীতে পালিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস

রাজশাহীতে পালিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস

0
661

স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ শ্লোগানে রাজশাহীতে পালিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস।

দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর সিএন্ডবি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে আলোচনা সভা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান। স্বাক্ষরতা বিষয়ে গুরুত্ব দিয়ে মূখ্য আলোচনা করেন শাহ মখদুম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজা।

এ ছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপি স্বাক্ষরতা দিবস পালন করেছেন বিভিন্ন কমসূচীর মাধ্যমে।