ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বান্দরবানে মায়েদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বান্দরবানে মায়েদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

0
1100

বান্দরবানে ফাতিমা রাণী গির্জায় মা মারীয়ার জন্মদিন উপলক্ষে ৮ সেপ্টেম্বর ধর্মপল্লীর মায়েদের নিয়ে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত। এতে ৫২জন আদিবাসী মা উপস্থিত ছিলেন।

সেমিনারে পাল-পুরোহিত ডমিনিক সরকার সিএসসি বলেন, মা মারীয়া পৃথিবীর শ্রেষ্ঠ মা, আদর্শ মা। তিনি করুনাময়ী, স্নেহময়ী। আবার তিনিই একজন ত্যাগী মা। তিনি প্রভুযীশুকে উৎসর্গ করেছিলেন ঈশ্বরের নিকট। তাই সন্তানদের মন্ডলীর কাজে উৎসাহিত করতে তিনি সকল মাকে আহ্বান জানান।

একজন আদর্শ প্রাথর্নাশীল মা হয়ে ওঠার উদ্দেশেই এই সেমিনারের আয়োজন করা হয়।