ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নতুন নিয়োগ পাওয়া সমবায় অফিসারদের (৩৬তম বিসিএস) ঢাকা ক্রেডিট পরিদর্শন

নতুন নিয়োগ পাওয়া সমবায় অফিসারদের (৩৬তম বিসিএস) ঢাকা ক্রেডিট পরিদর্শন

0
444

ঢাকা ক্রেডিট পরিদর্শন করেছেন ৩৬তম বিসিএস থেকে নতুন নিয়োগ পাওয়া সমবায় অফিসারবৃন্দ।

দেশের বিভিন্ন অঞ্চলের নিয়োগ পাওয়া নতুন সমবায় অফিসাররা ১০ সেপ্টেম্বর, (সোমবার) ঢাকা ক্রেডিট পরিদর্শন করেন।

সমিতির প্রধান কার্যালয়ে বেলা ২টায় ঢাকা জেলা সমবায় অফিসার নিয়ামুল বাশারের নেতৃত্বে নতুন নিয়োগ পাওয়া সমবায় অফিসাররা পরিদর্শন শেষে ঢাকা ক্রেডিটের কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় মিলিত হন।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, প্রধান নির্বাহী অফিসার খৃষ্টফার লিন্টু গমেজসহ চিফ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রেসিডেন্ট গমেজ বলেন, ‘আপনারা বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে সমবায়ের প্লাটফর্মে কাজ করতে এসেছেন। আপনারা সকলেই তরুন। আপনাদের এখন অনেক সুযোগ রয়েছে সমবায়ের মাধ্যমে অনেক কাজ করার। বিভিন্ন স্থানে কাজ করবেন, সেখান থেকে সমবায়ের মাধ্যমে আপনারা মানব কল্যাণে অবদান রাখবেন।’

‘ঢাকা ক্রেডিট বাংলাদেশের সবচেয়ে পুরানো সমবায় প্রতিষ্ঠান। আমরা প্রথাগত ঋণ কার্যক্রমের বাহিরে এসে আয়মূলক প্রকল্প শুরু করেছি, ফলে সাধারণ সদস্যদের লভ্যাংশ প্রদান ত্বরান্বিত হচ্ছে, পাশাপাশি সকল স্তরের জনগণ ঢাকা ক্রেডিটের সুফল ভোগ করতে পারছে।’ বলেন প্রেসিডেন্ট গমেজ।

এ সময় তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার সমবায়ের উপর যে ১৫ শতাংশ ট্যাক্স ধার্য করেছে, তাতে সমবায় সমিতিগুলোর টিকে থাকা হুমকির মুখে পড়েছে। আশা করছি সমবায় অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দিবেন।’

সমবায় অফিসার নিয়ামুল বাশার বলেন, ‘ঢাকা ক্রেডিট সব সময়, সকল জনগণের কল্যাণে কাজ করে। ঢাকা ক্রেডিটের যে সকল প্রকল্প রয়েছে, তার সুফল সকলেই ভোগ করতে পারে। শুধু তাই নয়, আমাদের সমবায় অধিদপ্তর বা অফিস যেকোনো সহযোগিতা চাইলে, ঢাকা ক্রেডিট হাত বাড়িয়ে দেয়। ঢাকা ক্রেডিট থেকে অন্যান্য সমবায় প্রতিষ্ঠান শিক্ষা নিয়ে কাজ করতে পারে।’

অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের উপর নির্মিত প্রামাণ্য চিত্র এবং নির্মাণাধীন ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল ও ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারের থ্রিডি এনিমেশন প্রদর্শন করা হয়। ২০২১ সালের প্রথমার্ধে প্রধানমন্ত্রীর মাধ্যমে ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে চিকিৎসা কার্যক্রমের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট।

এ সময় সমবায় অফিসারবৃন্দ ঢাকা ক্রেডিটের কার্যক্রম ও ব্যপ্তি দেখে ভূয়সী প্রশংসা করেন।

আরবি.এসআর. ১০ সেপ্টেম্বর ২০১৮