ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিশুদের গ্রান্ডপেরন্টসদের সাথে আলোচনা সভা

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিশুদের গ্রান্ডপেরন্টসদের সাথে আলোচনা সভা

0
877

ঢাকা ক্রেডিট চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে প্রথমবারের মতো শিশুদের নানা-নানী, দাদা-দাদীদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমাবার (১০ সেপ্টেম্বর) মনিপুড়িপাড়ায় ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে সকাল ১০টায় শিশুদের সাথে ১৬ জন দাদা-দাদী, নানা-নানী এই আলোচনায় অংশগ্রহণ করে।

নার্গিস ফজিলা বানু বলেন, ‘ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের এটি একটি মহান উদ্যোগ। আজকের দিনটি অনেক আনন্দের। কারণ অনেকের নানা-নানী, দাদা-দাদীদের সাথে বিশাল একটা দুরত্ব থাকে। কিন্তু আজ আমরা আমাদের নাতি-নাতিনদের সাথে একত্রিত হতে পেরেছি একটি আনন্দঘন সময়ে। তাদের সাথে আমরা যে ছবি তুলছি, তা চিরস্মরণীর হয়ে থাকবে। ভবিষ্যতে তাদেরকে আজকের এই ছবি উপহার হিসেবে দিতে পারবো।’

আইরিন বাড়ৈ বলেন, ‘আমি এবং আমার স্বামী বরিশালে থাকি। যখন আমার মেয়ে আমাকে বলল, নানা-নানীদের নিয়ে এই আলোচনা সভা হবে, তখন আমার স্বামী অসুস্থ থাকা সত্বেও আমরা চলে আসি। আমার নাতি আগে খেতে চাইতো না, সকালে ঘুম থেকে উঠতে বিলস্ব করতো, কিস্তু এখন সে ঘুম থেকে উঠে নিজের ব্যাগ, জুতা গুছিয়ে প্রস্তুত হয় তার স্কুলে আসার জন্য। চাইল্ড কেয়ারে ভর্তি করানোর পর থেকে তার আচার-আচরণে অনেক পরিবর্তন এসেছে।’

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রডিক্স বলেন, ‘আমরা দেড় বছর থেকে ছয় বছরের বাচ্চাদের এখানে রাখি। বাংলাদেশে চাইল্ড কেয়ারের নাম শুনলে অনেক মানুষ মনে করে শিশুদের দিয়ে খারাপ কাজ করানো হয়। কিন্তু আমার বিশ^াস আপনাদের বাচ্চাদের এখানে পাঠিয়ে এখন আর আপনাদের মধ্যে সেই ধারণা নেই। এখানে বাচ্চাদের মায়ের মতো আদর দিয়ে নাচ-গান, লেখাপড়া, সময় মতো খাবার, বিশ্রাম, খেলা-ধূলা করানো হয়ে থাকে।’

আলোচনা সভার শুরুতে দুজন শিশু নানা-নানী, দাদা-দাদীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়, এক সাথে বসে ছবি অংকন করে, শিশুরা নাচ-গান-ছড়া পরিবেশন করাসহ নানা-নানী, দাদা-দাদীদের নিয়ে বিভিন্ন বিষয়ে মেতে ওঠে।

আরবি.এইচআর. ১০ সেপ্টেম্বর ২০১৮