শিরোনাম :
গাছপাল বাড়ির শ্যামল গমেজ চলে গেলেন পিতার কোলে
হাসনাবাদ ধর্মপল্লীর গাছপাল বাড়ির ইউজিন শ্যামল গমেজ ১০ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১০ টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
ঢাকা ক্রেডিট যখন বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়ে সেবাকেন্দ্র খুলে, তখন মৃত শ্যামল গমেজ এই সেবাবুথ পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। ঢাকা ক্রেডিটের যেকোনো কর্মকান্ডে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আঠারো গ্রামের শান্তি প্রতিষ্ঠায় তিনি বিশেষ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
১৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় তার অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ উৎসর্গ ঢাকার সহকারী বিশপ ফ্রান্সিস শরৎ গমেজ। খ্রিষ্টযাগ শেষে শ্যামল গমেজের মরদেহ হাসনাবাদ কবরাস্থানে সমাধিস্ত করা হবে।