ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দেশের সর্ববৃহৎ সমবায় সমিতি ‘ঢাকা ক্রেডিটে’র বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্যচিত্র প্রচার...

দেশের সর্ববৃহৎ সমবায় সমিতি ‘ঢাকা ক্রেডিটে’র বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্যচিত্র প্রচার করায় আইসিটি মামলায় ৫জন গ্রেপ্তার

0
6910

অতি সম্প্রতি অলওয়েজ এন্টারটেইমেন্ট নামের ভূয়া ফেসবুক আইডি থেকে দেশের সর্ববৃহৎ সমবায় সমিতি ’দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা’ (ঢাকা ক্রেডিট) এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বিভ্রান্তিমূলক ভিডিও প্রচার করার অভিযোগে তেজগাঁও থানায় দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় ৫জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মিজানুর রহমান, জয়ন্ত রোজারিও, ষ্টিভ যোসেফ কস্তা, এলবার্ট প্রদীপ ব্যাপারী ও জুয়েল সামুয়েল কোড়াইয়া। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেছে যে, এই ভিডিও তৈরী ও প্রচারের মূল হোতা ঢাকা ক্রেডিটের বিগত নির্বাচনে পরাজিত সেক্রেটারি পদপ্রার্থী দীপক পিরিছ ও তার কতিপয় দোসররা। দীপক পিরিছসহ অন্যান্য আসামীরা এখন-ও পলাতক রয়েছে। পুলিশ তাদেরকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন।

গ্রেফতারকৃতদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে পরবর্তীতে আদালতের প্রাথমিক কার্যক্রম শেষে পরবর্তী শুনানীর জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

এখানে উল্লেখ্য যে, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা ১৯৫৫ খ্রীষ্টাব্দের ৩ জুলাই প্রতিষ্ঠিত একটি সমবায় প্রতিষ্ঠান। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৪০০০০ জন এবং নিজস্ব মূলধন ও সম্পদের পরিমাণ প্রায় ৬১২ কোটি টাকা। সমিতিটি ১৯৫৮ খ্রীষ্টাব্দে সমবায় অধিদপ্তরে নিবন্ধনকৃত একটি সমবায় সমিতি, যা ইতোমধ্যে জাতীয় শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে একাধিকবার স্বর্ণপদক ও স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশের সমবায় অঙ্গনে এই ক্রেডিট ইউনিয়ন একটি অনুসরণীয় সমবায় সমিতিও বটে। সমিতিটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে।