ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

0
294

প্রায় ২৫ লক্ষাধিক মানুষের দাবি মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই মৌলভীবাজার জেলাবাসী। উন্নত চিকিৎসার অভাবে প্রতিনিয়ত ঘটছে মানুষের প্রাণহানি, তাই প্রাণের দাবি মৌলভীবাজার সরকারি মেডিকেল ‌কলেজ।

সম্প্রতি ব্যাপক সাড়া পড়েছে গণস্বাক্ষর কর্মসূচি মেডিকেল কলেজের দাবিতে মৌলভীবাজার মেডিকেল কলেজ বাস্তবায়ন ইউক। এদিকে এই উদ্দেশ্য নিয়েই মৌলভীবাজার জেলা ব্যাপী চলছে মাসব্যাপী গণস্বাক্ষর অভিযান আয়োজকদের দ্বারা।

গত ১০ সেপ্টেম্বর (সোমবার) সারাদিন ব্যাপি মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ মিনারের সামনে পালিত হয় গণস্বাক্ষর কর্মসূচি।

মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াই ওয়াটার্স আপ ক্যাম্পেইন গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের যৌথ উদোগে ও সামাজিক সংগঠন স্পন্দন মৌলভীবাজার সার্বিক সহযোগিতাই গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো:ফজলুল আলী।

মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওর্য়াল্ড ও রাইড ক্যাম্পেইন ওয়ার্টস আপ গ্রুপের উপদেষ্ঠা ড.ওয়ালি তসর উদ্দিন এমবিই বটেন থেকে গ্রুপের পক্ষ থেকে এই গণস্বাক্ষর অভিযান সফল করার জন্য সবাইকে অভিন্দন ও কৃতজ্ঞতা  জানিয়েছেন।

আয়োজকরা জানান এই দাবি বাস্তবায়নে তৎপর জেলার নাগরিক ও সুশীল সমাজ। দেশ ও প্রবাসে থাকা মৌলভীবাজারের বাসিন্দরা এই দাবি আদায়ের লক্ষে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। গণস্বাক্ষর কর্মসূচি হচ্ছে এরই ধারাবাহিকতায় আন্দোলনের একটি অংশ।