ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ট্রাফিক সচেতনতা মাস সেপ্টেম্বর

ট্রাফিক সচেতনতা মাস সেপ্টেম্বর

0
287

চলতি সেপ্টেম্বরকে ট্রাফিক সচেতনতা মাস হিসেবে ঘোষণা করেছে ডিএমপি।

তারই অংশ হিসেবে সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছেন তারা। এছাড়া সাধারণ মানুষকে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ব্যবহার ও ফুটপাত দিয়ে হাঁটতে উদ্বুদ্ধ করা হচ্ছে। উল্টো পথে গাড়ি চালানো, নিয়ম অমান্য করে পথচারী চলাচল করায় পথচারী ও চালকের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়।

৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে এক ব্রিফিংয়ে সেপ্টেম্বরকে ট্রাফিক সচেতনতা মাস হিসেবে ঘোষণা এবং এ বিষয়ক তথ্য জানিয়েছিলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

তিনি জানান, রাজধানীতে বাস থামানোর জন্য ১২১টি স্থান নির্ধারণ করা হয়েছে। এসব স্থানের বাইরে কেউ বাস থামাতে পারবে না। যাত্রীরাও নির্দিষ্ট স্টপেজ ছাড়া অন্য কোনো স্থান থেকে ওঠা-নামা করতে পারবে না। মোটরসাইকেল আরোহীদের জন্য হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে। রিকশার শৃঙ্খলা আনতে ঢাকায় নিবন্ধন নেই এমন রিকশা চলতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে, মহানগরীর প্রধান সড়কগুলোতে লেগুনা চলবে না।

ডিএমপি কমিশনারের মতে, সড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ লেগুনা। রাজধানীতে এত দিন যারা লেগুনা চালিয়েছে, তারা অবৈধভাবে চালিয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পর পুলিশ আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনা নিয়ে কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের এ কার্যক্রমে অংশ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন স্কাউট ও বিএনসিসির সদস্যরা। ট্রাফিক পুলিশের ৪টি জোনের ১৫০টি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হচ্ছে।

আরবি.পিবি. ১২ সেপ্টেম্বর ২০১৮