ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ যুবাদের নেতৃত্ব গঠন করতে হবে

যুবাদের নেতৃত্ব গঠন করতে হবে

0
465

১৪ সেপ্টম্বর, খালিশা বিসিএসএম-এর আয়োজনে খালিশা ধর্মপল্লীতে দিনব্যাপী সেমিনার এক অনুষ্ঠিত হয়।

“খালিশার বর্তমান যুব নেতৃত্ব সংকট ও উত্তরনের পন্থা ” এই মুলসূর এর উপর বক্তারা আলোকপাত করেন।

বক্তব্য প্রদান করেন খালিশা ধর্মপল্লীর পাল-পুরোহিত প্রশান্ত গোমেজ, সিষ্টার আন্না শ্যামলী গোমেজ পিমে, প্রধান শিক্ষিকা খালিশা সেন্ট জন মাধ্যমিক বিদ্যালয়।

ফাদার প্রশান্ত তার বক্তব্যে বলেন ”যুবক-যুবতীদের মধ্যে সঠিক ও সুন্দর নেতৃত্ব গড়ে তুলতে হবে। একই সাথে সকলের মধ্যে একতা থাকতে হবে।”

এরপর শিক্ষা ও মূল্যবোধের উপর সিস্টার আন্না শ্যামলী গোমেজ তার সেশন পরিচালনা করেন। শেষে. অলি মিন্জ মুলসূর এর উপর একটি স্টাডি সেশন পরিচালনা করেন।

সেমিনারটি সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। প্রোগ্রামে মোট ৪৫ জন অংশগ্রহণকারী অংশ নেয়।

আরবি.অমি. ১৫ সেপ্টেম্বর ২০১৮