ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশের ১৬তম পালকীয় কর্মশালা

অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশের ১৬তম পালকীয় কর্মশালা

0
566

মঙ্গলবাণীর নবপ্রচার: আমাদের করণীয় শীর্ষক মূলসুরের উপর ভিত্তি করে গত ১২-১৪ সেপ্টেম্বর রাজশাহী ধর্মপ্রদেশের খ্রীষ্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে ধর্মপ্রদেশের ১৬তম পালকীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, মন্সিনিয়র মার্শেলিউস তপ্ন ,রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার পল গমেজ, চ্যান্সেলর ফাদার উইলিয়াম মূর্মু, অনলাইন রেডিও জ্যোতি’র পরিচালক ফাদার ডানিয়েল রোজারিও, যাজকগণ,সিস্টারগণ এবং বিভিন্ন ধর্মপল্লী-উপধর্মপল্লীর প্রতিনিধি সহ ২১১ জন অংশগ্রহণ করেন।

পবিত্র সাক্রামেন্তের আরাধনার মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়।সন্ধ্যায় রাজশাহী ধর্মপ্রদেশের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।

স্বাগত বক্তব্যে ফাদার উইলিয়াম মূর্মু বলেন, ‘বিগত কর্মশালায় নির্ধারিত অগ্রাধিকারসমূহের মধ্যে বাণীপ্রচার ছিল বিশেষ অগ্রাধিকার ।সে লক্ষ্যেই চলতি বছরের মূলসুর মঙ্গলবাণীর নবপ্রচার।এ বাণী প্রচারের কাজে খ্রীষ্টভক্তজনগণ স্বাক্ষ্য বহন করতে পারে ।’

বিশপ জের্ভাস রোজারিও বলেন, ‘মঙ্গলবাণী নবপ্রচার হলো মঙ্গল সমাচারের শিক্ষার নতুন উপলব্ধি ও চেতনা।আমাদের ভালোবাসাপূর্ণ সেবাকাজ সকলের কাছে খ্রিস্টের শিক্ষাকে স্পষ্ট করে তোলে।ফলে তারা খ্রিস্টীয় মূল্যবোধ ও নৈতিক জীবনে আকৃষ্ট হয়।’

তিনি আরো বলেন, ‘মঙ্গলবাণীর আর্দশে ভালোবাসার আদান -প্রদানে সমাজে স্হাপিত হবে মিলন সমাজ।শুধু মানব সমাজেই নয়, বাণী প্রচার কাজ করতে হবে সমগ্র বিশ্ব সৃষ্টির কাছে পরিবেশ ও বিশ্ব প্রকৃতির ভালোবাসা ও যত্নকরে মধ্যে দিয়ে।

এছাড়াও কর্মশালায় মঙ্গলবাণীর আলোকে প্রেরণকাজ ও প্রেরণবাণী বিষয়ে ফাদার পল গমেজ,রাজশাহী ধর্মপ্রদেশের বাস্তবতায় মঙ্গলবাণীর নবপ্রচার, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে সিস্টার লেটেশিয়া কস্তা সিআইসি, ফাদার ডানিয়েল রোজারিও, আরোক টপ্প্য ও অশোকা লুইজা গাড়ী বিষয়সমূহের উপর আলোকপাত করেন ।

কর্মশালায় ভিকারিয়া ভিত্তিক সাংস্কৃতিক উপস্হাপনায় বিজয়ীদের পুরস্কার প্রদান এবং কর্মপরিকলপনা প্রণয়নের মধ্য দিয়ে তিনদিনব্যাপী কর্মশালা সমাপ্ত হয়।

আরবি.কেকা.১৫ সেপ্টেম্বর ২০১৮