ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভাসানিয়াতে ভেলেংকিনী মা মারিয়ার পর্ব

ভাসানিয়াতে ভেলেংকিনী মা মারিয়ার পর্ব

0
1480

ভক্তিভরে ভাসানিয়াতে পালন করা হলো ভেলেংকিনী মা মারিয়ার পর্ব।

১৪ সেপ্টেম্বর, ভাসানিয়াতে ভেলেংকিনী মায়ের ১৭তম পর্বোৎসব মহাসমারহ ও ভাবগাম্ভির্যের সাথে পালিত হয়। তিন দিনের নভেনা শেষে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হাজারো ভেলেংকিনী মারিয়াভক্তদের উপস্থিতিতে পর্বীয় খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়।

খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন ফাদার সুব্রত বনিফাস গমেজ। মঠবাড়ী ধর্মপল্লীর পাল-পুরোহিত উজ্জ্বল এল. রোজারিও সিএসসিসহ আরো তিন জন ফাদার তাঁকে খ্রিষ্টযাগে সহযোগিতা করেন। পর্বে প্রায় পাচঁ হাজার ভেলেংকিনী মারিয়াভক্ত অংশগ্রহণ করেন।

খ্রিষ্টভক্তের মায়ের প্রতি ভালবাসা এবং ভক্তি প্রদর্শন প্রত্যক্ষ করে ফাদার সুব্রত বলেন, ‘আমরা কুমারী মারীয়াকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে দেখে থাকি, যেমন লুর্দের রাণী মা মারীয়া, ব্যান্ডেলের রাণী মা মারীয়া, ভেলেংকিনী রাণী মা মারীয়া। ভেলেংকিনী মা হচ্ছেন আরোগ্যদায়ীনি মা, যার ভালবাসায় অনেক মানুষ সুস্থ হয়েছে এবং সেই বিশ^াস থেকে আজ আমরা এই ভাসানিয়াতে এসেছি মায়ের ভলবাসা পাবার ও সুস্থতা লাভের জন্য। ভেলেংকিনী মা যেন আমাদের সকলের মনোবাসনা পূরন করেন।’

২০০২ সালে মঠবাড়ী ধর্মপল্লীর তৎকালীন পাল-পুরোহিত অতুল পালমা সিএসসি প্রথম ভাসানিয়াতে ভেলেংকিনী মায়ের পর্ব উদ্যাপন শুরু করেন। এর পর থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতিয় সপ্তাহে মহাসমারহে এই পর্ব পালন করা হয়ে থাকে।

আরবি.আরআর.১৬ সেপ্টেম্বর ২০১৮