ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হলো কাক্কোর সমবায় সমিতি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

অনুষ্ঠিত হলো কাক্কোর সমবায় সমিতি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

0
1034

ঢাকার মোহম্মদপুরে সিবিসিবি সেন্টারে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হলো দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাক্কোর) লি: আয়োজিত সমবায় সমিতি ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ।

সমবায় সম্পর্কে দক্ষতা বৃদ্ধি এবং সুন্দরভাবে সমিতির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমবায় সমিতি ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। ১৪-১৬ সেপ্টম্বরে আয়োজিত এই প্রশিক্ষণে মোট ১১টি সমবায় সমিতি থেকে ২৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, ‘দক্ষ সমবায়ী কর্মী তৈরিতে প্রশিক্ষণের গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। কোনো ক্রেডিট ইউনিয়ন যদি তাদের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করতে চায়, কাক্কো তাদের পাশে সর্বদা আছে। শুধু সমবায় সমিতির কর্মী ও কর্মকর্তা নয়, বরং সদস্যদের সমবায় বিষয়ে জ্ঞান লাভ করার জন্য প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয়তা আছে।’ চেয়ারম্যান রোজারিও আরো বলেন, ‘এই প্রশিক্ষণ গ্রহণ করে সমিতির উন্নয়নে আরো ভাল কাজ করতে পারবেন, সেখানেই কাকোর সার্থকতা’।

কাককোর কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে এর আধ্যাত্মিক উপদেষ্টা ড. ফাদার লিটন হিউবার্ট গমেজ বলেন, কাক্কো চাইলে ক্রেডিট ইউনিয়নের উপর সমবায় কর্মীদের অথবা যারা ছাত্র প্রকল্পের আওতায় কাজ করছে, তাদের ডিপ্লোমা প্রশিক্ষণেরও আয়োজন করতে পারেন। তিনি সর্বদা কাক্কোর পাশে থেকে সহায়তা দানের নিশ্চয়তা দেন।
প্রশিক্ষণের সমাপনী দিনে মূল্যায়নমূলক আলোচনায় একজন অংশগ্রহণকারী রবার্ট সিমসাং সমবায় সমিতি ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ আরো দীর্ঘমেয়াদি করার প্রস্তাব রাখেন। ।

ডলি মল্ডল এই প্রশিক্ষণের প্রশংসা করে বলেন, ‘যারা এই প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন, তাঁরা অনেক দক্ষতার সাথে প্রশিক্ষণ পরিচালনা করেছেন বলেই সকল অংশগ্রহণকারী মনোযোগ সহকারে অংশগ্রহণ করেছেন।’

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাককোর সেক্রেটারি রঞ্জন ডমিনিক পিউরিফিকেশন, কাকোর ট্রেজারার জেমস নিখিল দাস, রবার্ট গমেজ, শরৎ গমেজ, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান রবার্ট পংকজ গমেজ, জয়েন্ট সেক্রেটারি সোহেল ষ্ট্যানিসলাউস রোজারিও, রবার্ট গমেজ, ফ্রান্সিস কস্তাসহ আরো অনেকে।
এ প্রশিক্ষণ শেষে সকলকে সনদপত্র প্রদান করা করেন কাককোর চেয়াম্যান, ট্রেজারার, আধ্যাত্মি উপদেষ্টা।