শিরোনাম :
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের জয়োৎসব: সিলেট
আজ সোমবার সকালে ক্রাউন সিমেন্ট-প্রথম আলো তারুণ্যের জয়োৎসবের সিলেট পর্ব শুরু হয়েছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই উৎসব চলছে।
উৎসবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, সিলেটের বেসরকারি লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।
উৎসবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. রাশেদ তালুকদার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী বক্তব্য দেন।
প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান, উদ্যোক্তা মো. গাজী তৌহিদুর রহমান, বেক্সিমকো পেট্রোলিয়ামের প্রধান মানবসম্পদ ব্যবস্থাপক রুবিনা খান, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ফিরোজ জামান চৌধুরী, ইএমকে সেন্টারের আউটরিচ কো-অর্ডিনেশন রুহুল আমিন, নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দিচ্ছেন।
উৎসব আয়োজনে সহযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভা।