ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মারা গেছেন চাটমোহরের ভাষাসৈনিক অ্যাডভোকেট গৌরচন্দ্র

মারা গেছেন চাটমোহরের ভাষাসৈনিক অ্যাডভোকেট গৌরচন্দ্র

0
207

সোমবার, ১৭ সেপ্টেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভাষাসৈনিক অ্যাডভোকেট গৌরচন্দ্র। চাটমোহরের দোলং-এ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

তাঁর মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে ছুটে যান চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, সিনিয়র সহকারী সুপার তাপস কুমার পাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুদ্দোজাসহ আরো অনেকে।

গৌরচন্দ্র সরকারের মেঝো ছেলে প্রদ্যুত সরকার জানান, গত একবছর ধরে শারীরিক বিভিন্ন অসুস্থতা জনিত রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁকে রাজশাহীতে নিয়ে চিকিৎসা করানো হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ৬ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।

দীর্ঘ ১২বছর তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে চাটমোহর মহাশশ্মানে দাহ করা হবে বলে জানা গেছে।

আরবি.কেকা. ১৮ সেপ্টেম্বর ২০১৮