শিরোনাম :
এবার বরিশালে হাত ধোয়ার অভ্যাস তৈরিতে শিশুরা
বরিশাল নগরীর ৬নং ওয়ার্ড শিশু পরিষদের সদস্যরা নিজস্ব উদ্যোগে শিশুপার্ক কলোনী বস্তি এলাকায় হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন ও টিপি টেপ স্থাপন করেছে।
বিসিসি’র ইউনিসেফ আরবান প্রোগ্রামের শিশু বান্ধব কর্মসূচির অংশ হিসাবে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। বস্তি বাসিদের হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে শিশুদের ভিন্নধর্মী এ উদ্দ্যেগকে সবাই সাধুবাদ জানান। এর মাধ্যমে শিশুরা বিনা খরচে অব্যহৃত পানির বোতোলের মাধ্যমে বস্তির প্রতিটি ঘরে টিপি টেপ নির্মাণ কর্মসূচি গ্রহণ করে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শিশুদের এই উদ্যোগকে উৎসাহ প্রদানের জন্য উপস্থিত ছিলেন, বিসিসির ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহানারা বেগম, বরিশাল ইউনিসেফর বিভাগীয় প্রধান ইমানুয়েল গাই, ওয়াশ অফিসার ফোরকান আহম্মেদ, প্রোগ্রাম অফিসার আব্দুল জলিল,নগর শিশু বিষয় ককর্মকর্তা নাসরিন নাহার সহ অন্যান্যরা।
ইউনিসেফর বিভাগীয় প্রধান ইমানুয়েল গাই বলেন, স্বাস্থ্য সচেতনতা মূলক শিশুদের এ ধরনের উদ্যোগআমাকে বিস্ময়িত করছে। নগরীর সকল দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই টিপি টেপ স্থাপনের মাধ্যমে হাত ধোয়ার অভ্যাস গড়ে উঠবে বলে তিনি আশা করেন।