শিরোনাম :
মৃত্যুকে আলিঙ্গন করলেন পিটার গোমেজ
মৃত্যুর মধ্য দিয়ে পরম পিতার কোলে আশ্রয় নিলেন পিটার গোমেজ। ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর পিটার গোমেজ ঢাকার তেজকুনিপাড়ায় বাসায় আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
২৪ সেপ্টেম্বর ভোররাতে তিনি মারা যান। মৃত্যর পূর্বে তিনি হার্টের সমস্যায় সামান্য আক্রান্ত হন। ২৩ সেপ্টেম্বর ডাক্তারের পরামর্শে পরের দিন তিনি ইসিজি করবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু মৃত্যু তাঁকে এর পূর্বেই আলিঙ্গন করে গেল।
পিটার গোমেজ ছিলেন সমাজের জন্য একজন নিবেদিত প্রাণ। শান্ত মনের মানুষ পিটার গোমেজ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমাজ সেবায় অবদান রেখে যাচ্ছিলেন। তার মধ্যে ঢাকা ক্রেডিটের সাথে তিনি দীর্ঘদিন ধরে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ২০১৪ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্তও তিনি ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি পাদ্রীশিবপুর খ্রিষ্টান ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা, পাদ্রীশিবপুর খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওয়েল ফেয়ারের প্রেসিডেন্ট হিসেবে প্রায় ১৫ বছর এবং পাদ্রীশিবপুর ক্রেডিটের চেয়ারম্যান হিসেবে ২০১১-১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
কথা রশিক পিটার গোমেজ ছিলেন সব সময় হাসোজ্জ¦ল-সদালাপী মানুষ। কথার রস দিয়ে তিনি সকলের মনের মধ্যে প্রবেশ করতেন, যা তার চারিত্রিক বৈশিষ্ট্যকে সকলের কাছে প্রিয় করে তুলেছিল।
বরিশাল জেলার পাদ্রীশিবপুরে (পশ্চিম) পিতা মিলাত গোমজ এবং মাতা মেলগেরিনা গোমেজের কোল জুড়ে ৭ জুলাই ১৯৪৮ সালে পিটার গোমেজের জন্ম। পাঁচ ভাই এবং এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী মেরি এ. গোমেজ এবং তিন মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোকাহত খ্রিষ্টান সমাজ। মৃত্যুর সংবাদ শুনেই তাঁর বাসায় ছুটে যান ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তাসহ সকল কর্মকর্তা এবং ঢাকা ক্রেডিট কর্মীরা। ছুটে আসেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়া এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
আগমীকাল বিকাল ৫টায় তেজগাঁও গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ উৎসর্গ করা হবে।
ঢাকা ক্রেডিট স্বর্গীয় পিটার গমেজের আত্মার চিরশান্তি কামনা করছে।
আরবি.আরপি. ২৪ সেপ্টেম্বর ২০১৮