ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাতক্ষীরায় মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরায় মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

0
690

২৮ সেপ্টেম্বর, সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশটি আয়োজন করে সাতক্ষীরা জেলা পুলিশ। এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেন ডা. মো. জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ। আনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোহা¤œদ সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা পুলিশ সুপার। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসকসহ বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যাক্তিবর্গ।

এ সময় একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন পুলিশের সকল কর্মকর্তাসহ সাধারন মানুষ। র‌্যালি শেষে সাজ্জাদু রহমানের নেত্রীত্বে এবং জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে প্রায় তিন কোটি টাকার মাদক দ্রব্য রোলার দিয়ে ধংস করা হয়।

মাদক দ্রব্য ধংস করার পর আত্মসমার্পন অনুষ্ঠান শুরু হয় এবং প্রায় ৪০ থেকে ৫০ মাদক ব্যবসায়ী আত্মসমার্পন করেন। পরে তাদেরকে জিবীকানির্বহ করার জন্য প্রধান অতিথি প্রত্যেকের হাতে ভ্যান তুলে দেন। এছাড়া যারা মাদক কে না বলে সাধারন জীবনে ফিরতে চায় তারাও এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল।

এ সময় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদক ও জঙ্গিবাদকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়ে যাচ্ছি। আগের তুলায় যেমন মাদকের সংখ্যা কমে এসেছে, ঠিক তেমনিভাবে মাদক ব্যবসায়ীও কমে এসেছে। সাতক্ষীরাকে পুরোপুরি মাদকমুক্ত করতে হলে আপনাদের সাহায্য একান্ত দরাকার। আপনারা যদি পুলিশের পাশে থাকেন তাহলে সাতক্ষীরাকে পুরোপুরি মাদক মুক্ত করে তোলা সম্ভব হবে।

আরবি.এইচএস.২৯ সেপ্টেম্বর ২০১৮