ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ লংলা ভ্যালিতে চা জনগোষ্ঠীর মানবাধিকার ও শ্রম আইন বিষয়ে দুই দিন ব্যাপি...

লংলা ভ্যালিতে চা জনগোষ্ঠীর মানবাধিকার ও শ্রম আইন বিষয়ে দুই দিন ব্যাপি প্রশিক্ষণ

0
412

চা জনগোষ্ঠিদের মানবাধিকার, নেত্বতৃ, শ্রম আইন বিষয়ে জানার লক্ষে কুলাউড়া উপজেলার মৌলভীবাজারে গত ২৫-২৬ সেপ্টেম্বর ইনডিজিনাস পিপলস ডেভলপমেন্ট সাভির্সেস -(আইপিডিএস) এর আয়োজনে আন্তর্জাতিক শ্রম সংস্হা- (আইএলও) সহযোগীতাই লংলা ভ্যালিতে চা জনগোষ্ঠীর মানবাধিকার ও শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দুই দিনের প্রশিক্ষণে পরিচালনা করেন আইপিডিএস’র প্রজেক্ট কোঅডির্নেটর রিপন বানাই।  এই প্রশিক্ষণে কুলাউড়া  উপজেলার লংলা ভ্যালির বিভিন্ন চা বাগান থেকে চা জনগোষ্ঠীরা অংশগ্রহন করে। অংশগ্রহন কারী প্রশিক্ষনার্থীরা চা বাগানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে। সেই সাথে এই প্রশিক্ষণে চা জনগোষ্ঠির মানবাধিকার, ন্যায্য দাবি সমূহ, নানা ধরনের চুক্তি বিষয়, নিয়িখ হাজিরা, শিক্ষা, চিকিৎসা, বাস্তস্হান, চিও বিনোদন ইত্যাদি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে।

রামভজন কৈরি বলেন বাংলাদেশের প্রতিটি ভ্যালিতে এমন সচেতনতা ও মানবাধিকার, শ্রম আইন বিষয়ে চা জনগোষ্ঠিদের জন্য প্রশিক্ষণ চলবে। ইতিমধ্যে লেবার হাউসে গত ২৩-২৪ সেপ্টেম্বর বালিশিরা ভ্যালির চা জনগোষ্ঠিদের নিয়ে প্রশিক্ষণ হয়।

উক্ত প্রশিক্ষণে উপস্হিত ছিলেন  বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, রিপন চন্দ্র বানাই (প্রজেক্ট কোঅর্ডিনেটর, আইপিডিএস), ওরিজিন খংলা (বাংলাদেশ আদিবাসী ফোরাম), ফ্লোরা বাবলী তালাং. সাধারণ সম্পাদক, কুবরাজ ও নারী বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম ।

আরবি.এসপি. ২৯ সেপ্টেম্বর ২০১৮