শিরোনাম :
নিরাপদ সড়ক নিশ্চিতে ট্রাফিক পুলিশের সাথে গণসচেতনতা কার্যক্রমে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল
নিরাপদ সড়ক নিশ্চিতে ট্রাফিক পুলিশের সাথে গণসচেতনতা কার্যক্রমে অংশ নিয়েছে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীরা।
রাজধানীর বাড্ডা-নদ্দা বাস স্ট্যান্ড এলাকায় দেখা যায় ট্রাফিক পুলিশের পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় এসব শিক্ষার্থীরা সহযোগিতা করছে।
খবর নিয়ে জানা যায়, সকাল ৯টায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীরা ট্রাফিক উত্তর বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন এবং পুলিশ সার্জেন্ট জালালের সাথে গণসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।
এ সময় শিক্ষার্থীরা সাধারণ পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার, রাস্তার পাশে অবৈধ পার্কিং করা গাড়িগুলো সরানো, নিষিদ্ধ লেনে গাড়ি চালাতে নিষেধ, অবৈধ দোকান উচ্ছেদ, মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধান ইত্যাদি বিষয়ে ট্রাফিক পুলিশদের সহায়তা করে।
পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা নিজেরা ট্রাফিক আইন মেনে চলবে, তোমার পরিবারের সকলকে এই আইন মেনে চলতে সাহয্যে করবে। তাহলে দেখবে ঢাকা একদিন যানজট এবং দুর্ঘটনামুক্ত শহর হবে।’
তিনি জানান, ‘ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলই প্রথম কোনো স্কুল, যেখান থেকে এই প্রথমবার আমাদের ট্রাফিক পুলিশের সাথে সড়কে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে। ট্রাফিক পুলিশ বিভাগ এই সহযোগীতার জন্য স্কুল কমিটিকে ধন্যবাদ জানায়।’
জানা যায়, সার্জেন্ট জালাল ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরীকে মাসে দুইদিন বিকালে শিক্ষার্থীদের নিয়ে এই গণসচেতনতা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।
শিক্ষার্থীদের এই জনসচেতনতা কাজে অংশগ্রহণে উৎসাহ দিতে স্কুলটির পরিচালনা কমিটিও সাথে ছিলেন। কমিটির আহ্বায় মানিক লরেন্স রোজারিও এবং সেক্রেটারি অবিনাশ নকরেক, কমিটির সদস্য প্রত্যেশ রাংসা, জন নিলু চাম্বুগংসহ শিক্ষকগণও এ সময় সড়কে উপস্থিত ছিলেন।
আরবি.এইচআর. ১ অক্টোবর ২০১৮