শিরোনাম :
নদীর প্রতি আমাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান
বিশ্ব নদী দিবস উপলক্ষে রংপুরে এক অনুষ্ঠানে নদীর প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, নদী বাঁচলেই জীবন বাঁচবে, দেশ বাঁচবে।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রিভারাইন পিপল নামের একটি সংগঠন বিশ্ব নদী দিবস-২০১৮ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীদের মধ্যে নদীবিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষেই ২৩ সেপ্টেম্বর দুপুরে রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ছিল এই আয়োজন।
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক তোফায়েল হোসেন, রিভারাইন পিপলের পরিচালক ও বেরোবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ, বেরোবির রিভারাইন পিপলের আহ্বায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীনেশচন্দ্র রায় এবং জেবুন্নেছা খানম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিভারাইন পিপলের সংগঠক রওশন হাবীব রুবেল। অনুষ্ঠানে নদীবিষয়ক সংগীত পরিবেশন করেন সঞ্জয় চৌধুরী।
অধ্যাপক তোফায়েল হোসেন বলেন, নদী আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এই নদীও আমাদের মায়ের মতো।
তুহিন ওয়াদুদ বলেন, নদী নিয়ে সব শ্রেণিপেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। প্রিয় ফল, ফুল, রং, বই, নাটক, সিনেমার মতো প্রিয় নদীও নির্বাচন করতে হবে।’
উমর ফরুক বলেন, দেশের নদীগুলোর অবস্থা এখন এতটাই করুণ যে অনেকগুলো নদীকে আর নদী বলে মনে হয় না।’
ফরিদা ইয়াসমীন বলেন, আমাদের অনেক নদীর উৎস ভারতে। সে নদীগুলোর পানি যাতে আমরা ঠিকমতো পাই সেই ব্যবস্থা থাকতে হবে।’
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের দ্বারা ইংরেজি বর্নে ‘রিভার ইজ মাদার’ লেখা হয়।