ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ: চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ: চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা

0
599

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ মূলসুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা।

ঢাকার আগাঁরগাও-এ আজ ৪ অক্টোবর বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা বাংলাদেশে একযোগে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বর্তমান সরকারের নেতৃত্বে দেশের অর্থনীতি, কৃষি, অবকাঠামোগত, সংস্কৃতি, খাদ্যমান উন্নয়নসহ নানা বিষয় ও পর্যায়ের উন্নয়ন অগ্রযাত্রার গতিকে দৃশ্যমান করে জাতিকে অবহিতকরণসহ উদ্বুদ্ধ করাই এই মেলার উদ্দেশ্য।

সরকারের প্রায় সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরের শতাধিত আলাদা স্টল নিয়ে মেলার পসরা বসেছে বিশাল পরিসরে।

সংশ্লিষ্ট স্টলগুলোতে উন্নয়নের প্রচারপত্র, প্রতিবেদন, পরিকল্পনা, উন্নয়ন প্রক্রিয়ার প্রকাশনা, ভিডিওচিত্র প্রদর্শন ও সশরীরে থেকে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের অগ্রগতির চিত্র তুলে ধরেন ও দর্শনার্থীদের ব্যাখা প্রদান করেন।

সকাল থেকেই মেলায় অংশগ্রহণ করে সকল শ্রেণির মানুষ। মেলার মধ্যস্থলে প্রস্তুত করা হয়েছে হলরুম যেখানে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সমাবেশ দেখা যায়। মেলায় শৃঙ্খলা বজায় রাখার জন্য স্কাউট দলের তৎপরতা লক্ষ্য করা যায়।

সৃজনী ওপেন স্কাউড গ্রুপের সদস্য মনিপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী মো. সাফায়াত-উল-ইসলাম ডিসিনিউজকে জানান, ‘এখানে এসে সরকারের মাধ্যমে নানা ক্ষেত্রে উন্নয়নের বিষয় জানতে পারলাম। আমার দেশের উন্নয়নের চিত্র জানতে পেরে অনেক ভাল লাগছে। স্কাউটরা রাস্তায় যানবাহন শৃঙ্খলার কাজে ট্রাফিক পুলিশকে সাহায্য করছি।’

গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শেণির শিক্ষার্থী সঞ্চারী সরকার জানান, ‘দেশে যে বিভিন্ন প্রযুক্তিগত, কৃষি, বিমান ও নৌ-বাহিনীর অগ্রগতি হচ্ছে সেগুলো নিজে উপস্থিত থেকে দেখলাম। নিজের দেশে এমন উন্নয়ন দেখে আমাদের ভাল লাগছে।’

বিকেলে মেলার কেন্দ্রস্থলের অস্থায়ী হলে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ বিষয়ের ওপর সেমিনারের প্রস্তুতি চলছিল। ঢাকা জেলার প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক-বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, মূল প্রবন্ধ উপস্থাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।

ঢাকা সমবায় অধিদপ্তরের স্টলে ঢাকা ক্রেডিটের প্রস্তুতকৃত সমবায় উন্নয়নবিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

আগামী শনিবার, সেপ্টেম্বর ৬ তারিখ পর্যন্ত এই উন্নয়ন মেলা চলবে।

ডিসিনিউজ/আরপি. আরবি. ৪ অক্টোবর ২০১৮