ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পাটুরিয়া দৌলতদিয়ায় যানজট : জন দুর্ভোগ

পাটুরিয়া দৌলতদিয়ায় যানজট : জন দুর্ভোগ

0
340

নাব্যতা সংকটের কারণে শুক্রবার সকাল ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১২টির মধ্যে ১০টি ফেরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এরপর থেকে মাত্র ২টি কে-টাইপ ফেরি দিয়ে চলছে পারাপার।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা-যমুনা নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে যাত্রীবাহী বাসসহ যানবাহন পারাপার বিঘ্নিত হওয়ায় বৃহস্পতিবার থেকে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় আসা যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের নবগ্রাম পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়েছে। বিভিন্ন যানবাহনের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করায় ট্রাক চালকদের ২-৩ দিন করে ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় পড়ে থাকতে হয়।

জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পদ্মা-যমুনা নদীতে প্রচণ্ড স্রোত ও দ্রুত পানি হ্রাস পাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এবং পন্টুন ওঠানামা করার কারণেও সমস্যা হচ্ছে। এ কারণে পাটুরিয়া ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নদীতে প্রচণ্ড স্র্রোতে ফেরি চলাচলে সময় বেশি লাগায় ট্রিপসংখ্যা অনেক কমে গেছে।

এদিকে, এ অবস্থা নিরসনের জন্য দুপুরে বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. মজিবুর রহমান ও পরিচালক প্রকৌশলী ড. জ্ঞানরঞ্জন শীলসহ বিআইডব্লিউটিএ উর্ধ্বতন কর্মকর্তারা ফেরিঘাট পরিদর্শন করেছেন।

এ সময় তারা দ্রুত সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

আরবি.পিবি. ৬ অক্টোবর ২০১৮