শিরোনাম :
গাড়িচালকদের অংশগ্রহণে প্রাতিষ্ঠানিক আচরণ এবং ইংরেজি শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ
ঢাকা ক্রেডিট ও নিটল-টাটার যৌথভাবে ড্রাইভিং প্রশিক্ষণ শেষে প্রাতিষ্ঠানিক আচরণ এবং ইংরেজি শিক্ষা-বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে ঢাকা ক্রেডিট।
১০ অক্টোবর থেকে গাজীপুরের মঠবাড়ীতে ঢাকা ক্রেডিটের রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে ৯ দিনের এই প্রশিক্ষণ শুরু হয়।
সকাল ৯ টায় প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধনে ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারের পিডি খ্রীষ্টফার অধিকারী প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা খুব ভাগ্যবান যে, আপনারা ড্রাইভিং প্রশিক্ষণের পর প্রাতিষ্ঠানিক আচরণ এবং ইংরেজি শিক্ষা-বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করতে যাচ্ছেন, তা অন্য কোনো ড্রাইভার পায় না।’
তিনি বলেন, ‘আপনারা যখন গাড়ি চালাবেন, তখন নিজে সতর্ক থাকুন এবং অন্যের জীবন বাঁচান। ড্রাইভার হিসেবে সকল ট্রাফিক আইন মেনে চলবেন।’
ঢাকা ক্রেডিটের সিনিয়র অফিসার ইনচার্জ (মার্কেটিং) সোহেল রোজারিও প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি নিরাপদ ড্রাইভিং করার উপায়, নেতিবাচক মনোভাবকে ইতিবাচক মনোভাবে স্থানান্তর, ট্রাফিক আইন সম্পর্কে ধারণা, প্রতিকূল পরিবেশে ড্রাইভিং করার কৌশল, গাড়ির ইঞ্জিন সম্পর্কে ধারণা এবং ২০১৮ সালের সংশোধিত পরিবহন আইন সম্পর্কে আলোচনা করেন। এ সময় তিনি ড্রাইভারদের সচেতন করতে ২০১৭-১৮ সালের বাংলাদেশের সড়ক দূর্ঘটনার পরিসংখ্যান নিয়েও আলোচনা করেন।
ঢাকা ক্রেডিটের এডমিন এন্ড এইচআর ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার বলেন, একজন গাড়িচালককে সর্বদা সময় সচেতন হতে হবে। তা ছাড়া যাত্রীদের সাথেও হাসি মুখে ও ন¤্রভাবে কথা বলতে হবে, এতে গাড়িচালকদের গ্রহণযোগ্যতা বাড়ে। এ সময় তিনি একজন যাত্রীর সাথে কীভাবে কথা বলতে হয় তা বিভিন্ন ছবির মাধ্যমে ব্যাখা করেন।
নথিপত্র, বিল-ভাউচার, লগবুক ও ওভার টাইম শীট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেনারেল সার্ভিস এন্ড মেইনটেনেন্সের অফিসার বিনয় কস্তা।
রাজশাহী জেলার গোদাগাড়ীর বিলাসী গ্রামের পলাশ বাস্কে বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারেন ঢাকা ক্রেডিট এবং নিটল-টাটার যৌথ উদ্যোগে এক মাসের ড্রাইভিং প্রশিক্ষণ আয়োজন করেছে। তিনি সেই প্রশিক্ষণে অংশ নেন এবং এক মাসের প্রশিক্ষণ শেষ করে পালাশ ঢাকা ক্রেডিটের প্রাতিষ্ঠানিক আচারন ও ইংরেজি শিক্ষাবিষয়ক কর্মশালায়ও অংশগ্রহণ করেন।
তিনি ডিসিনিউজকে বলেন, ‘নিটল-টাটার এই প্রশিক্ষণ আমাদের জন্য অত্যান্ত সহায়ক। এখানে আমরা হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছি। আশা করছি এখানের প্রশিক্ষণ নিয়ে আমি কর্মমুখী পরিবেশে আরো ভাল কিছু করতে পারবো।’
ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি ঢাকা ক্রেডিট থেকে ঋণগ্রহণ করে পলাশ গাড়ির মালিক হওয়ার ইচ্ছাও পোষণ করেন।
বাবুর্চি, ইলেকট্রনিকস ও হিসাব বিভাগে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার পর ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে আসেন গাজীপুর জেলার কালিগঞ্জের মঠবাড়ী গ্রামের বাসিন্দা ছনি পেরেরা। ঢাকা ক্রেডিট ও নিটল-টাটার ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ শেষে তিনি ডিসিনিউজকে জানান, ‘ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করা ঢাকা ক্রেডিটের একটি সুন্দর উদ্যোগ। এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অনেক বেকার যুবক কর্ম-সংস্থান করতে পারবে। নিটল-টাটার নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে শুধু গাড়ি চালানোই শেখানো হয় না, পাশাপাশি কীভাবে গাড়ি মেরামত করতে হয় তার কিছুটা অংশ হাতে-কলমেও প্রশিক্ষণ পেয়েছি।’
ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা, নাম এবং সম্পর্ক, শরীরের বিভিন্ন অংশ, পোশাক ও রং, সময় ও সংখ্যা, খাবার, যাত্রীদের সাথে আচার-আচরণ, ম্যানারিজম, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, স্থান ও নির্দেশনা, গাড়ির রক্ষণা-বেক্ষণ, আচরণবিধি ও নৈতিক নীতিমালা, গাড়ি চলাকদের দায়িত্ব ও কর্তব্য, যোগাযোগসহ নানা বিষয়ে ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ চলবে।
ঢাকা ক্রেডিটের চীফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন এই দিনের প্রশিক্ষণের সঞ্চালনা করেন।
প্রশিক্ষণে ১৬জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
ডিসিনিউজ/আরিব.এইচআর. ১১ অক্টোবর ২০১৮