শিরোনাম :
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কর্তৃক প্রয়াত প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এমপির স্মরণসভা
ডিসিনিউজ: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মকর্তা ও অন্যান্য বক্তারা ঢাকার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এমপির স্মরণসভায় তাদের একজন অভিভাবককে হারিয়েছে বলে উল্লেখ করেন।
আজ ২৬ নভেম্বর, শনিবার সকাল ১০টায় বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী তথা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপির স্মরণসভায় বক্তারা অতীত স্মৃতিমন্থন করে বলেন, তিনি রাষ্ট্র ও সমাজসেবার জন্য নানা ফোরামের সাথে সম্পৃক্ত ছিলেন।
তিনি ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান, বাংলাদেশ খ্রিস্টান এসোাসিয়েশনের সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এবং নিজ এলাকায় সমাজের মানুষের নানা কল্যানকর কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছিলেন। শিক্ষা ও কর্মজীবনের কথা উল্লেখ করে বক্তারা বলেন, তিনি নিজ এলাকায় মিশনারী স্কুলে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন, পরে কারিতাস বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করেন। তরা তাঁকে একজন আইডল হিসেবে বিবেচনা করেন এবং তাঁর আদর্শ নিজেদের জীবনে ধারণ করার জন্য প্রস্তাব করেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হিউবার্ট গমেজ-এর সভাপতিত্বে স্মরণসভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে তেজগাঁও চার্চের গানের দলের নেতৃত্বে একাধিক গান পরিবেশন করে। ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক দিপালী চক্রবর্তী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের জীবন বৃত্তান্ত পাঠ করে শোনান। পর্যায়ক্রমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-এর প্রতিনিধি ও অন্যান্য বক্তারা স্মৃতিচারণে অংশ নেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পালের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তথা আইজীবী রানা দাস গুপ্ত, প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, ময়মনসিংহ-১ (হলুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সাংসদ সদস্য যোয়েল আরেং, ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক নির্মল রোজারিও, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জনাব আল-নোমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, পূজা অর্চনা পরিষদের সভাপতি জয়ন্ত সেনসহ আরো অনেকে।
আরপি/আরসিআর/২৬ নভেম্বর ২০১৬