ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকাস্থ রাঙ্গামাটিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতির রজত-জয়ন্তী উদযাপন

ঢাকাস্থ রাঙ্গামাটিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতির রজত-জয়ন্তী উদযাপন

0
315

তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে ঢাকাস্থ রাঙ্গামাটিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতির লি:’র রজত-জয়ন্তী পালন করা হয়।

আজ (১২ অক্টোবর, শুক্রবার) সকলা সাড়ে ৯টায় পবিত্র খ্রিষ্টযাগের মধ্যে দিয়ে শুরু হয় রজত-জয়ন্তী উৎসব।

খ্রিষ্টযাগ উৎসর্গ করেন খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক এবং সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল আগস্টিন রিবেরু এবং অবলেট জুনিওরেটের সহকারী পরিচালক ফাদার পিন্টু ওএমআই।

সাধ্বী খ্রীষ্টিনা ধর্মপল্লীর পাল-পুরোহিত এবং প্রধান অতিথি ফাদার প্রশান্ত থিওটনিয়াস রিবেরু জুবিলি উৎসবকে কেন্দ্র করে বলেন, ‘জুবিলি হচ্ছে মিলনের প্রতীক। ঢাকাস্থ রাঙ্গামাটিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতির লি: অনেক বাধা অতিক্রম করে আজ ২৫ বছরে উপনীত হয়েছে।’

প্রধান অতিথি ফাদার রিবেরু রাঙ্গামাটিয়াবাসীকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ঢাকাস্থ রাঙ্গামাটিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতির সভাপতি পলাশ জোনাস কস্তা বলেন, ‘আমরা আমাদের পূর্ব-পুরুষদের অবদানের কারণে আজ আমরা এখানে উপনীত হয়েছি। আমাদের পূর্ব-পুরষেরা মাত্র ৭জন সদস্য একং ৭ হাজার ২০০ টাকা নিয়ে এই সমিতির অগ্রযাত্রা শুরু করেছিলেন। কিন্তু কালের পরিক্রমায় আজ ২৫ বছরে ৭৩৬ জন সদস্য এবং কয়েক কোটি টাকার সম্পদ-পরিসম্পদ হয়েছে। যারা এই সমিতি প্রতিষ্ঠা করেছেন, তাদের প্রতি আমরা রাঙ্গামাটিয়াবাসী চিরকৃতজ্ঞ।’

সভাপতি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠাতা সভাপতি লুইস ডি’কস্তা, বার্ণাড ডি’ কস্তা এবং প্রতিষ্ঠাকালীন অন্যান্যদের।

‘ঢাকাস্থ রাঙ্গামাটিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি আমাদের অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তি দিবে এবং সকল মানুষের কল্যাণ বয়ে আনবে’ বলেন রজত-জয়ন্তীর বিশেষ অতিথি এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

প্রেসিডেন্ট গমেজ সমিতির প্রতিষ্ঠাতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বর্তমান কার্যকরি পরিষদকে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান করেন।

‘ধর্মপল্লী পর্যায়ে এটিই প্রথম বহুমুখী সমবায় সমিতি এবং সার্থক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা শহরে। অদম্য ইচ্ছা এবং ঢাকা শহরে একত্রিত হওয়ার প্রয়োজীয়তা অনুভব করেই সৃষ্টি হয় এই সমিতির’ বলেন বিশেষ অতিথি এবং কাক্কোর চেয়াম্যান নির্মল রোজারিও।

জাতীয় সংঙ্গীত, বেলুন উত্তোলন, প্রদীপ প্রজ¦লন, কেক কাটা, প্রাক্তন কর্মকর্তাদের সম্মাননা প্রদান এবং বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রজত-জয়ন্তী উদযাপিত হয়।

রজত-জয়ন্তীতে আরো উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোল্লা মোহাম্মদ নিয়মুল বাসার, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ডিরেক্টর সজল যোসেফ গমেজ, যোসেফ বিভাস গমেজ, রবিন ডমিনিক কস্তা, সিস্টার মেরী পালমা আরএনডিএমসহ আরো অনেকে।

এ দিন অন্যান্য বক্তারা সমিতির সার্বিক উন্নয়ন এবং একযোগে কাজ করার আহ্বান জানান।

ডিসিনিউজ/আরবি.এইচআর. ১২ অক্টোবর ২০১৮