ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সবার কথা বলার অধিকার আছে, মিথ্যা বলার অধিকার কারো নেই : বহুমুখী...

সবার কথা বলার অধিকার আছে, মিথ্যা বলার অধিকার কারো নেই : বহুমুখী সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠান

0
387

হাজারো সদস্যের উপস্থিতিতে শপথগ্রহণ করেছে ঢাকা খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি:’র নবনির্বাচিত পরিচালনা পর্ষদ।

১৩ অক্টোবর, সন্ধ্যা সাড়ে ৬টায় ফার্মগেট তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। রেভারেন্ট জন কর্মকার অনুষ্ঠানে নবনির্বাচিত পর্ষদের সদস্যদের শপথ পাঠ করান। সমিতির নবনির্বাচিত সভাপতি প্রদীপ সরকারের নেতৃত্বে অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা মোমবাতি হাতে শপথবাক্য উচ্চারণ করেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত সভাপতি প্রদীপ সরকার বলেন, ‘আপনাদের ধন্যবাদ জানাই আমাদের নির্বাচিত করে সমিতির দায়িত্ব দিয়েছেন। আমরা যারা সমিতির পরিচালনায় আসি, তারা অনেক সময় জটিলতায় পড়ে যাই নানা কারণে। নির্বাচনের সময়ও বিভিন্ন জটিলতা তৈরি হয়। আমরা আজ আপনাদের কারণে নির্বাচিত হয়ে দায়িত্বগ্রহণ করছি। এই অনুষ্ঠানে ঢাকা জেলার সমবায় অফিসার এবং যুগ্ম নিন্ধক রয়েছেন, তাদের অনুরোধ নির্বাচন নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়, বিশেষ করে ২১ বিধির জন্য যে সমস্যা হচ্ছে, তা যেন একটি সুন্দর সমাধান আপনারা অতিশিঘ্রই করে সমিতির কল্যাণে অবদান রাখবেন। আমাদের কামনা থাকবে, এই সমিতি যেন সৎ নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হয়।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘আজকের দিনে কয়েকটি কথা বলতেই হয়। আমাদের পূর্বপুরুষরা সমবায় প্রতিষ্ঠানগুলোকে অনেক দূর পর্যন্ত নিয়ে এসেছেন, কিন্তু সমাজের গুটিকতক মামলাবাজের কারণে আমরা জিম্মি হয়ে পড়ছি।’

উপস্থিত সমবায় কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সেই সকল মামলাবাজরা খুব সহজে সমবায় অধিদপ্তরে যেতে পারে, ফলে তারা একটি মামলা করার সহজ সুযোগ পায়, পরে সেখানে না পেরে আবার উচ্চ আদালতে যায়। তারা সমবায়ের মাধ্যমে সমাজের উন্নয়নে বার বার বাধার সৃষ্টি করে।’

‘২১ বিধির জন্য সমবায়ে সদস্যদের অধিকার হরণ হচ্ছে। তারা সরাসরি নির্বাচন এবং সাধারণ সভায় অংশ নিতে পারছে না। এর পূর্বেও সমবায় প্রতিমন্ত্রী এবং সমবায় কর্মকর্তারা সমবায় আইনের ২১ ধারা তুলে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু তা এখন পর্যন্ত হচ্ছে না। আশা করছি ২১ ধারা তুলে দিয়ে প্রতিনিধির মাধ্যমে নির্বাচন ও সাধারণ সভার মতো সাংঘর্ষিক আইনটি বাতিল হবে’ সমবায় কর্মকর্তাদের বলেন প্রেসিডেন্ট গমেজ।

তিনি বলেন, ‘যখন নির্বাচন আসে, তখন কিছু সার্থান্বেষী মানুষ প্রতিষ্ঠান এবং ব্যক্তির নামে অপপ্রচার চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা যতসব মিথ্যা এবং কুৎসা রটিয়ে সদস্যদের বিভ্রান্ত করে। সবার কথা বলার অধিকার আছে, কিন্তু মিথ্যা বলার অধিকার কারো নেই।’

বহুমুখী সমিতির নবনির্বাচিত প্রতিনিধিদের তিনি বলেন, ‘যারা আজ নির্বাচিত হয়ে শপথ পাঠ করছেন, তা শুধু মোমবাতি জ্বালিয়ে উচ্চারণ না করে, তা হৃদয়ে ধারণ করবেন।’

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, ‘আজ যারা শপথগ্রহণ করছেন, তারা কিছু চ্যালেঞ্জগ্রহণ করতে যাচ্ছেন। তিন বছরের জন্য আপনাদের এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সদস্যদের চাহিদা অনেক বেশি, তাই আপনাদের অনেক বেশি কাজ করতে হবে। কাজ করতে গিয়ে কিছু দুষ্কৃতিকারী সমস্যা সৃষ্টি করবে, তা রুখতে হবে। তাদের রুখতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক লুৎফর রহমান বলেন, ‘আমি ঢাকায় দায়িত্ব নিয়ে আসার পর কিছু মানুষ, বিশেষ করে টমাস রায় নামে একজন মামলাবাজ আমার সাথে বেশ কয়েকবার দেখা করতে গিয়েছিলেন, আমি বুঝেছি, সে একজন বিপথগামী মানুষ।’

তিনি বলেন, ‘২১ বিধি হলো আইয়ুবখানের মৌলিক গণতন্ত্রের মতো। এটা সমিতির জন্য একটি সাংঘর্ষিক আইন। আমরা এই বিধিটি পরিবর্তনের জন্য চেষ্টা করে যাচ্ছি।’

‘খ্রিষ্টানদের মতো সম্প্রীতি এবং সমবায়ের প্রতি ভালবাসা আর কারো মধ্যে আমার চাকরি জীবনে দেখিনি। কিন্তু টমাসের মতো কিছু বিপথগামী মানুষ সমবায় আন্দোলনকে বিপথে নিওয়ার চেষ্টা করেন। আপনারা যারা সমবায় সচেতন সদস্য, আপনারাই এদের প্রতিহত করতে পারবেন। এ জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে,’ বলেন সমবায় কর্মকর্তা রহমান।

এ ছাড়াও এদিন বক্তব্য রাখেন ঢাকা জেলা সমবায় অফিসার নিয়ামুল বাশার, বহুমুখী সমিতির সাবেক সভাপতি আলবার্ট সুরেন মন্ডল, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পী মন্ডল, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের প্রিন্সিপাল আনন্দ চৌধুরী, বহুমুখী সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক আর কে হাজরা, সাবেক সভাপতি সুব্রত হাজরাসহ আরো অনেকে।

ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তাসহ পরিচালনা পর্ষদ শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শপথবাক্য উচ্চারণের পর বিশিষ্টজন এবং সদস্যরা নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শুরুতে এক প্রার্থনানুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিসিনিউজ/আরবি.আরপি. ১৩ অক্টোবর, ২০১৮