শিরোনাম :
মহাখালী সেবাকেন্দ্র সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা মহাখালী ও তদসংলগ্ন এলাকা যথা আরজতপাড়া, টিবি ও ওয়্যারলেস গেইট, বনানী ও নিকেতন এলাকায় দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহাখালী সেবাকেন্দ্র হতে অফিস চলাকালীন সময়ে নিম্নক্তো সেবাসমূহ প্রদান করা হচ্ছে।
প্রদানকৃত সেবাসমূহঃ
– প্রতিদিনের জমা ও ঋণ ফেরত (সেভিংস, ক্রেডিটসহ সকল প্রোডাক্ট) গ্রহণ;
– বিভিন্ন সঞ্চয়ী প্রোডাক্ট ও সকল প্রকার ঋণ সংক্রান্ত আবেদন ফরমসমূহ;
– সকল ধরনের হিসাব হালনাগাদকরণ;
– সঞ্চয়ী হিসাব হতে টাকা উত্তোলনসহ প্রয়োজনীয় সেবাসমূহ;
– নতুন সদস্যপদ প্রদান (সঞ্চয়ী ও ক্রেডিট);
– প্রি-মেম্বারশীপ শিক্ষা কার্যক্রম।
সেবাকেন্দ্রের ঠিকানা:
মহাখালী সেবাকেন্দ্র
১১৫/১, দক্ষিণ মহাখালী, বনানী, ঢাকা-১২১৩
প্রাক্তন প্রেসিডেন্ট মিঃ অরুণ বার্ণাড ডি’কস্তার বাড়ি (নীচতলা)।
প্রয়োজনে: ০১৭০৯৮১৫৪৩৩ (মিল্টন পিনারু)
অফিস চলাকালীন সময়সূচি:
– প্রতি রোববার-বৃহস্পতিবার সকাল ৯:০০ টা হতে দুপুর ১:০০ টা
এবং দুপুর ২:০০ টা হতে ৫:০০ টা।
– প্রতি শনিবার সকাল ৯:০০ টা হতে দুপুর ১:০০ টা পর্যন্ত (অর্ধবেলা)।
আপনি এবং আপনার পাশের সদস্যদের নিয়ে আমাদের সেবা গ্রহণ করুন এবং ঢাকা ক্রেডিটের সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়ে আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা করুন।
সমবায়ী শুভেচ্ছান্তে,
পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসিইউ লি:, ঢাকা।