ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ১৪ জানুয়ারী ২০২৫
বাংলা : ৩০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দিনাজপুরে আদিবাসী কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ ও মিছিল

দিনাজপুরে আদিবাসী কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ ও মিছিল

0
742

দিনাজপুর কোটা রক্ষা কমিটি কর্তৃক আয়োজিত ৫% কোটা পুনর্বহাল রাখার দাবিতে ১৩ অক্টোবর ২০১৮খ্রি. দিনাজপুর প্রেস ক্লাব থেকে গোটা দিনাজপুর শহর প্রদক্ষিণ করে ছাত্ররা বিক্ষোভ মিছিল করে।

সংগ্রামী ছাত্রছাত্রীরা শুধু বিক্ষোভ মিছিল করেই ক্ষান্ত হয়নি যতদিন পর্যন্ত প্রথম ও দিত্বীয় শ্রেনীর চাকরির জন্য ৫% কোটা পুনর্বহাল করা হবে না ততোদিন বিক্ষোভ এবং রাজপথ অবরোধসহ নানা কর্মসূচীর ডাক দিয়েছে। সেই সুবাদে ১৪ ই অক্টোবর সকাল ০৯ঃ০০ টায় দিনাজপুর থেকে পঞ্চগড়,ঠাঁকুরগাও, রংপুর সহ দেশের বিভিন্ন জেলাগামী বাস ট্রাক মহাসড়ক রাস্তা অবরোধ কর্মসূচি দিয়েছে। শহর প্রদক্ষিন বা বিক্ষোভ মিছিল এ অংশগ্রহন করে ৫% কোটা রক্ষায় দিনাজপুর কোটা রক্ষা কমিটির আহ্বায়ক মিলন সরেন বলেন “সরকারি চাকুরীতে ৫% কোটা আদিবাসীদের অধিকার এটি আদিবাসীদের জন্য কোন অনুগ্রহ নয়। আজ আদিবাসীদের অস্তিত্ব সংকটের মুখে।তাই সরকারের প্রতি আহ্বান অনতিবিলম্বে সরকার আমাদের দাবী মেনে নিক।”

আন্দোলনকারী গন সরকারের প্রতি আস্থার কথাও স্বীকার করেন।