শিরোনাম :
দিনাজপুরে আদিবাসী কোটা পূনর্বহালের দাবীতে অবরোধ কর্মসূচি পালন
সকল সরকারী চাকুরীতে ৫% কোটা পুনর্বহাল রাখার পূর্ণ বাস্তবায়নের দাবীতে ১৪ই অক্টোবর ২০১৮খ্রিস্টাব্দ পঞ্চগড়, রংপুর, বগুড়া এবং ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার মহাসড়ক যোগাযোগ ব্যাবস্থা তিন ঘন্টা বন্ধ রাখা হয়।
আদিবাসী কোটা রক্ষা কমিটি,দিনাজপুর এর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের আদিবাসী আন্দোলনত শিক্ষার্থীরা দিনাজপুর সরকারী কলেজ মোড়ে অবস্থান নিয়ে সকাল ৯:০০ থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত শান্তিপূর্ণ এই অবরোধ কর্মসূচি পালন করে। আদিবাসী কোটা রক্ষা কমিটি , দিনাজপুর এর আহ্বায়ক মিলন সরেন- “অনতি বিলম্বে প্রধান মন্ত্রীর প্রতি কোটা পূনর্বহালের দাবী মেনে নেওয়ার আহ্বান জানান।দাবী মেনে না নিলে পরবর্তীতে আরো জোরদার করার কথা তুলে ধরেন।
ডিসিনিউজ/আরবি.এমি. ১৫ অক্টোবর ২০১৮