ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বাগাছাস-এর ৩৭তম বর্ষপূর্তি উদযাপন

বাগাছাস-এর ৩৭তম বর্ষপূর্তি উদযাপন

0
353

ডিসিনিউজ: ঐতিহ্য ও সংগ্রামের গৌরবময় পথচলার ৩৭ বছর পূর্তি উদযাপন করে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)-এর কেন্দ্রীয় সংসদ।
ঐক্য, শিক্ষা ও সংস্কৃতির দর্শন নিয়ে গঠিত বাগাছাস গারো সমাজের অস্তিত্ব, ভূমি অধিকার, উচ্ছেদ, নির্যাতন, ধর্ষণ, শিক্ষার অধিকার ও বঞ্চনার বিষয় নিয়ে জোর বক্তব্য রাখেন কেন্দীয় সংসদের বিভিন্ন সদস্য।
২৪ নভেম্বর (২০১৬) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে প্রায় ১০০ ছাত্রছাত্রীর অংশগ্রহণে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনিযুক্ত সাংসদ যোয়েল আরেং (ময়মনসিংহ-১, হালুয়াঘাট-ধোবাউড়া) অপ্রত্যাশিতভাবে উপস্থিত হতে পারেননি।

img_4869বাগাছাসের কেন্দ্রীয় সংসদের বক্তব্যের পাশাপাশি সংহতি প্রকাশ করেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও ও ঢাকা ক্রেডিটের সেক্রটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
বক্তারা বলেন, সংগ্রাম করে টিকে থাকতে হবে। নিজস্ব ঐক্য, শিক্ষার অধিকার, সংস্কৃতি চর্চার অধিকার, ভূমির অধিকার ও সকল বঞ্চনা ও বিপন্নতা থেকে রক্ষার জন্য রাজনীতি ও রাজপথ ছাড়া উপায় নেই। তারা গত ৩৭ বছর্ েবাগাছাসের যাবতীয় কর্মকান্ডের সংক্ষিপ্ত উপাখ্যান তুলে ধরে বলেন, বাগাছাস অত্যন্ত সাহসিকতার সাথে তাদের বঞ্চনা ও বিপন্নতার জীবন থেকে নিজেদের অস্তিত্বকে শক্ত অবস্থানে রেখেছে। এখনো তাদের সামনে নিজেদের সম্মান ও অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে অপূর্ণতা রয়েছে। তাই তাদের সংগ্রাম, দাবি ও অধিকারের প্রশ্নে সঙ্গবদ্ধ ও সোচ্চার হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাছাসের কেন্দ্রীয় সংসদের সভাপতি লেনার্ড সুবিট রখো।

দেশের আইনগত অধিকার অর্জনে বাংলাদেশ খ্রীষ্টান এসাসিয়েশন সর্বদাই বাগাছাসের সঙ্গে ছিল, এখনো আছে ও ভবিষ্যতেও থাকবে বলে উল্লেখ করেন বাংলাদেশ খ্রীষ্টাস এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও। রাজনীতির গুরুত্ব বিশ্লেষণ করে রোজিারিও বলেন, অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপুর্ণ। বাগাছাসের প্রাথমিক কার্যক্রম ময়মনসিংহ কেন্দ্রিক হলেও এখন জাতীয় পর্যায়ে কার্যক্রম নিয়েছে। তাই এর উদ্যেগকে সাধুবাদ জানান তিনি। তিনি বাগাছাসের কাজের স্বীকৃতি দিয়ে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাথে একাত্ম হয়ে কাজ করার আহবান জানান। তিনি খ্রিস্টানদের ১০ দফা দাবির বিষয় উল্লেখ করে দাবিগুলো পূরণে সরকারের সাথে পর্যায়ক্রমে সংলাপ চালিয়ে যাবার আহবান করেন।

img_4857ঢাকা ক্রেডিটের সেক্রেটারি তথা বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এসোসিয়েশনের ৭০টি শাখা সংগঠনের ৩৭ বছর পূর্তি উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ-শুভেচ্ছা জানিয়ে বলেন, ন্যায়সঙ্গত দাবি পূরণে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সবসময় বাগাছাসের সঙ্গ থাকবে। এর জন্য বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন-এর হাতকে শক্তিশালী করতে হবে।
বাগাছাসের সভাপতি লেনার্ড সুবিট রখো সমাপনী বক্তব্যে বলেন, বাগাছাস নানা সংকটে গারো জাতিকে শক্তি-সাহস জুগিয়ে থাকে। এটা এখন আর ছাত্র সংগঠন নয়, এটা একটি রাজনৈতিক প্ল্যাটফরম। তিনি আরো বলেন, গারো তরুণীকে ধর্ষণের আসামী রুবেলকে ধরার পেছনে বাগাছাসের অনেক অবদান রয়েছে। সামনে অনেক ক্রন্তিকাল আসছে। গাইবান্ধার গোবিন্ধগঞ্জে সাঁওতালদের এবং ব্রাক্ষণবাড়িয়ায় হিন্দুদের বঞ্চনার কথা উল্লেখ করে আসন্ন নানা ক্রান্তিকালের মোকাবেলার মানসিক প্রস্ততি নিতে বলেন সবাইকে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাছাসের তিনজন সাবেক সভাপতি – ডা: বিলিয়ম অনিষীম সাংমা, সাংবাদিক নিখিল মানখিন, পিন্টু হাউই, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিপন স্কু এবং ন্যায় সত্য সুন্দর দলের সেক্রেটারি নিপুন সংমা।

বাগাছাসের ৩৭ বছর পূর্তি উপলক্ষে মঞ্চে সবাই মিলে কেক কাটেন। পরে কেক ও মিষ্টি বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপি/আরসিআর/২৬ নভেম্বর ২০১৬