ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফৈলজানায় কাথলিক কর্মজীবি সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফৈলজানায় কাথলিক কর্মজীবি সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
237

ফৈলজানা ধর্মপল্লীতে কাথলিক কর্মজীবি সংগঠনের ১৩ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর মিশন হলরুমে সংগঠনের সদস্যাদের অংশগ্রহণে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সভানেত্রী কার্মেল রানী কস্তা স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, এ সংগঠনের মাধ্যমে গ্রামীণ নারী সমাজের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। আমাদের সকলের সন্মিলিত সঞ্চয়ে একদিন এই সমিতিকে বৃহদাকারে পরিণত করতে পারবো। বার্ষিক সাধারণ সভায় ২০১৪-১৫,২০১৫-১৬,২০১৬-১৭ অর্থ বছরের সম্পাদিত বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পাঠ, অনুমোদন এবং২০১৮-২০১৯ অর্থ বছরের প্রস্তাবিত আয় ব্যয় বাজেট পাঠ, আলোচনা ও অনুমোদন করা হয়।

প্রধান অতিথি ফৈলজানা ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত গৌরব জি. পাথাং বলেন, ক্যাথলিক কর্মজীবি সংগঠনের সদস্যাদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থে নারীরা অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের লক্ষ্যে একত্রিত হওয়ার এটি সুন্দর একটি মাধ্যম।

উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত গৌরব জি পাথাং, সংগঠনের সভানেত্রী কার্মেল রানী কস্তা,সহ সভানেত্রী শিল্পী কস্তা, সংগঠনেরে উপদেষ্টা আব্রাহাম কস্তা।

উল্লেখ্য,২০০০ সালে কাথলিক নারীদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠনের বর্তমানে সদস্যা সংখ্যা ৮০জন।

ডিসিনিউজ/আরবি.কেকা. ১৮ অক্টোবর ২০১৮