ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ফিচার কেমন ছিল এবারের শারদীয় দুর্গা পূজা, পিয়াস বিশ্বাসের ছবিতে এবার দুর্গা পূজা

কেমন ছিল এবারের শারদীয় দুর্গা পূজা, পিয়াস বিশ্বাসের ছবিতে এবার দুর্গা পূজা

0
523
মায়ের আগমনে আলোকসজ্জা সবখানে...।

মা দুর্গা এবার দোলায় চড়ে চলে গেছেন। বাঙালি হিন্দু ধর্মালম্বীদের ছিল আনন্দ উচ্ছাস। দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গা পূজাকে ঘিরে আয়োজন করা হয়েছিল নানা অনুষ্ঠানের। ডিসিনিউজের প্রতিনিধি পিয়াস বিশ্বাসের ছবিতে এবারের দুর্গা পূজা…

পূজা প্রস্তুতিও ছিল যেন এক অনাবিল আনন্দের ক্ষণ।

 

দুর্গা মায়ের চরণে ভক্তের বিনম্র শ্রদ্ধা

 

পূজা উৎসবকে কেন্দ্র ছিল কঠোর নিরাপত্তা।
উৎসবে মাতোয়ারা ভক্তরা।

ডিসিনিউজ/আরবি.পিবি. ১৯ অক্টোবর ২০১৮