ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ফিচার বাংলার প্রকৃতিতে লাউডগা বা লাউডুগী সাপ

বাংলার প্রকৃতিতে লাউডগা বা লাউডুগী সাপ

0
1212

মিশ্র চির সবুজ অরণ্যের প্রকৃতিতে সবুজ বা জলপাই সবুজ রঙের লাউডগা সাপ। বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজারের বন-জঙ্গল গুলোতে বেশি দেখা মেলে।

তেমনি সেইদিন শ্রীমঙ্গলে এই লাউডগা সাপটি মানুষের আবাস্হলের একটি  ফুল গাছের মধ্যে দেখা মেলে। প্রায়ই সময়ই এই এলাকার ছোট ছোট গাছ গুলোতে সবুজের মধ্যে লুকিয়ে থাকে। পাতার সঙ্গে মিশে যায় বলে সহজে বুঝা যায় না।

লাউডগা সাপকে ইংরেজি নাম Common Vine Snake , বৈজ্ঞানিক নাম Ahaetulla nasuta. সবুজ কচি লতার মত দেখতে। সরু লিকলিকে সবুজ শরীর যেন লাউডগার কিংবা ডাঁটা। দেহ মসূণ, লম্বাটে ও নলাকার এবং সূচালো। দেহের পৃষ্ঠার ভাগ উজ্জল সবুজ রঙ্গের। কখনো কখনো বাদামি-ধূসর রঙ্গের হয়ে থাকে। দেহের পিছনের অংশে কালো ও সাদা রেখা থাকে। প্রাপ্ত বয়স্ক সাপের দৈর্ঘ্য প্রায় ২০০ সেমি.(চারফুট থেকে সাড়ে ছয়ফুট) পর্যন্ত হতে পারে। অঞ্চল ভেদে এই সাপকে লাউলতাসহ বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে।

এই সাপদের মনে হয় চোখ গুলো বাইরে বেরিয়ে আসছে। তাই দৃষ্ঠি শক্তি বেশি। এই সাপ খুবই মৃদু বিষযুক্ত তবে মানুষের জন্য প্রকৃত পক্ষে এই সাপ নির্বিষ। অন্যান্য‌ সরীসূপ প্রানীদের মতোই‌ খাবার খাই।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিলিপাইন এবং পূর্ব এশিয়ার চীনে এ প্রজাতিটি দেখা মেলে।

এদিকে অন্যান্য প্রানীদের মতো এবারো প্রতিনিয়ত ধ্বংশ হয়ে যাচ্ছে এই সাপ। তাই প্রকৃতি ভারসাম্য রক্ষার জন্য এদের বেঁচে থাকা প্রয়োজন।

ডিসিনিউজ/আরবি.এসপি. ২৭ অক্টোবর ২০১৮