ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসিনিউজের ব্যাসিক জার্নালিজম ট্রেনিং

ডিসিনিউজের ব্যাসিক জার্নালিজম ট্রেনিং

0
417

সার্টিফিকেট প্রদানের মাধ্যমে শেষ হলো ডিসিনিউজের ব্যাসিক জার্নালিজম ট্রেনিং।

২৩-২৫ অক্টোবর কালীগঞ্জের মঠবাড়ী কুচিলাবাড়ীর ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে তিন দিনের ডিসিনিউজের সংবাদকর্মী এবং সাংবাদিকতায় পেশায় আগ্রহীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এবং দেশীয় মূলধারার সংবাদ পত্রের সিনিয়র সংবাদকর্মী ও ডিসিনিউজের সিনিয়র সংবাদকর্মীদের দ্বারা এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডিসিনিউজের সংবাদ কর্মীসহ এই পেশায় আগ্রহী ২০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

তিন দিনের প্রশিক্ষণে এএফপি’র বাংলাদেশের ব্যুরো চীফ শফিকুল আলম, সেড’র ফিলিপ গাইন, দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক হাসান রাজা, ঢাকা ক্রেডিটের এসিইও লিটন টি. রোজারিও, ডিসিনিউজের সম্পাদক রাফায়েল পালমা, নিউজ চীফ রবীন ভাবুক, বিবার্তার সিনিয়র সংবাদকর্মী উজ্জল এ. গমেজ, ইউকানিউজের বাংলাদেশ প্রতিনিধি স্টেফান উত্তম রোজারিও বিষয় ভিত্তিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণের শেষ দিন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন।

 

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সেক্রেটারি কস্তা বলেন, ‘খ্রিষ্টান সমাজে ভালো মিডিয়া থাকা প্রয়োজন, তাই ঢাকা ক্রেডিট ক্ষুদ্র পরিসরে ডিসিনিউজবিডি ডটকমের মাধ্যমে এর যাত্রা শুরু করেছে।’

তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সাংবাদিক পেশায় আসুন, পরিশ্রম করুণ তাহলে অনেক উপরে উঠতে পারবেন। আপনারা যা কিছু লিখবেন তা যেন বস্তুনিষ্ঠ হয়, সত্যতা থাকে। কারণ সংবাদ সব সময় সত্য প্রতিষ্ঠা করে।’

এ সময় সংবাদকর্মীদের ইতিহাস, ভূগোল এবং সামগ্রিক বিষয়ে জ্ঞান রাখার আহ্বান জানান প্রধান অতিথি কস্তা।

ডিসিনিউজের এই উদ্যোগের প্রশংসা করে, ভবিষ্যতে প্রশিক্ষণের সময়কাল বৃদ্ধি ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব রাখেন বিবার্তার সিনিয়র সাংবাদিক উজ্জ্বল এ. গমেজ।

তিনি বলেন, ‘সংবাদকর্মীদের সব সময় ছুটতে হয়। একটি সংবাদপত্র চালাতে প্রয়োজন হয় দক্ষ কর্মীবাহিনী। দুই এক জনের উপর নির্ভর করে সংবাদপত্র চালানো কষ্টকর। পেশাদারিত্ব আনার জন্য জনবল বাড়ানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে সংবাদ কর্মীদের সৃষ্টিশীল চিন্তার করার সুযোগ হয়।’

তিনি বলেন, ‘সংবাদ কর্মীদের সাজগোজ করার সময় নেই, তাদের চিন্তাগুলোই সব সময় গুরুত্বপূর্ণ। একটি প্রতিষ্ঠান সংবাদ মাধ্যমের দ্বারা সামগ্রিক উপকৃত হয়। এর জন্য প্রতিষ্ঠানের সংবাদপত্রের প্রতি আলাদা দৃষ্টি রাখা উচিত।’

ডিসিনিউজের সিও সুদান গাইন বলেন, ‘আমাদের সমাজ থেকে যেন পেশাদার সাংবাদিক বেড়িয়ে আসে সেই জন্যই ডিসিনিউজবিডি ডটকম এই প্রশিক্ষণের আয়োজন করেছে।’

‘ডিসিনিউজ ঢাকা ক্রেডিটের একটি অঙ্গপ্রতিষ্ঠান। আপনারা ঢাকা ক্রেডিটকে জানুন এবং অন্যকেও জানান’ বলেন সিও গাইন।

এ দিন আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সদস্য প্রত্যেশ রাংসা, সহকারী প্রধান নির্বাহী অফিসার লিটন. টি. রোজারিও, ডিসিনিউজের সম্পাদক রাফায়েল পালমা।

এ সময় ডিসিনিউজের সংবাদকর্মীদের সারা বছরের মূল্যায়ন করে তিন জনকে সেরা সংবাদদাতা হিসেবে পুরস্কৃত করা হয়। শ্রীমঙ্গলের প্রতিনিধি সুবর্ন পাথাং, রাজশাহীর প্রতিনিধি শিমন কেরকাটা, গাজীপুরের সংবাদকর্মী জেফরী কার্ডোজা যথাক্রমে এই পুরস্কার লাভ করেন।

ব্যাসিক জার্নালিজম প্রশিক্ষণের কোর্স পরিচালক রবীন ভাবুকের পরিচালনায় ও সম্পাদক রাফায়েল পালমার তত্ত্বাবধানে কোর্সটি অনুষ্ঠিত হয়। এ ছাড়াও সহযোগিতা করেন ডিসি মিডিয়ার সুবীর ডি’ক্রুজ, ডিসিনিউজের সংবাদকর্মী হিমেল রোজারিও ও শাওন এম. রিবেরু।

প্রশিক্ষণের প্রথম দিন ঢাকা ক্রেডিটের এসিইও লিটন টি. রোজারিও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিসিনিউজের সিও সুদান গাইন।

উল্লেখ্য, ডিসিনিউজ ঢাকা ক্রেডিটের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ডিসিনিউজের মাধ্যমে সারা দেশের প্রত্যন্ত এলাকায় লুকিয়ে থাকা খবরগুলো সরবারহ করা হয়। সারা দেশের বিভিন্ন অঞ্চলে ডিসিনিউজের সংবাদকর্মী রয়েছে। ডিসিনিউজ খ্রিষ্টান সমাজের একমাত্র নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম॥

ডিসিনিউজ/আরবি.এইচআর